Advertisement
Advertisement
Amir Khan

অপারেশন সিঁদুরের আবহে আমিরের ছবি বয়কটের ডাক, কেন বিপাকে ‘সিতারে জমিন পর’?

নেটদুনিয়ায় ট্রেন্ডিং #BoycottSitaareZameenPar।

Boycott Sitaare Zameen Par trending over Aamir Khan controversy
Published by: Anwesha Adhikary
  • Posted:May 14, 2025 1:16 pm
  • Updated:May 14, 2025 1:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে আসার কয়েকঘণ্টার মধ্যেই নেটিজেনদের রোষে পড়ল আমির খানের নতুন ছবি ‘সিতারে জমিন পর’। মঙ্গলবার প্রকাশিত হয়েছে এই ছবির ট্রেলার। তারপর থেকেই নেটদুনিয়ায় ট্রেন্ডিং #BoycottSitaareZameenPar। উল্লেখ্য, ২০২২ সালের পর এই প্রথমবার বড়পর্দায় দেখা যাবে আমির খানকে। আর তাঁর কারণেই বিপাকে পড়েছে তাঁর ছবি সিতারে জমিন পর।

Advertisement

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি ‘তারে জমিন পর’। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। তখন থেকেই আমির প্ল্যান করেছিলেন ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল তৈরি করবেন। যেমন ভাবনা, তেমনি কাজ। অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে আমিরের এই নতুন ছবি।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিতারে জমিন পর স্পোর্টস ড্রামা হলেও ছবিতে হিউমার ও ড্রামার নিঁখুত মিশেল থাকবে-যা আমিরের ছবির বিশেষত্ব। ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “ছবির চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে ছবিতে আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব।”

সেই ছোট চরিত্রই কি কাল হল! সিতারে জমিন পর ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরেই নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন ২০২০ সালের একটি ঘটনা। তখন ‘লাল সিং চড্ডা’র শুটিংয়ের জন্য তুরস্কে পাড়ি দিয়েছিলেন আমির। সেই সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্ডোয়ানের স্ত্রী এমাইন এর্ডোয়ানের সঙ্গে দেখা করেন। দুজনের খোশগল্পে মেতে ওঠার বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে। ভারতের ‘শত্রু’ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে কেন এত ঘনিষ্ঠতা, সেই নিয়ে আক্রমণের মুখে পড়েন আমির।

অপারেশন সিঁদুরের আবহে আবারও ফিরে এল সেই বিতর্ক। আগাগোড়া পাকিস্তানের পাশে থাকা তুরস্কের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা টেনেই আমিরের নতুন ছবি বয়কটের ডাক দিয়েছে নেটদুনিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ