Advertisement
Advertisement
Sean Banerjee

‘রক্তবীজ ২’তে গুরুত্বপূর্ণ চরিত্রে শন, অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ শিবপ্রসাদ

ঠিক কোন চরিত্রে দেখা যাবে?

buzz on Sean Banerjee in raktabeej sequel
Published by: Arani Bhattacharya
  • Posted:June 26, 2025 11:49 am
  • Updated:June 26, 2025 11:51 am  

শম্পালী মৌলিক: চলতি বছরের পুজোয় মুক্তি পাবে উইন্ডোজের প্রযোজনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ছবি ‘রক্তবীজ ২’। ২০২৩ সালের পুজোয় মুক্তিপ্রাপ্ত উইন্ডোজের সুপারডুপার হিট ‘রক্তবীজ’ ছবিরই সিক্যুয়েল আসছে এই পুজোয়। যার জন্য মুখিয়ে রয়েছেন বাংলা ছবির দর্শক।

এই ছবির হাত ধরেই দর্শককে একাধিক চমক দেবেন শিবপ্রসাদ-নন্দিতা। সংযোজন ঘটেছে বহু নতুন চরিত্রের। সম্প্রতি ছবির গানের শুটিং করতে ছবির টিম উড়ে গিয়েছিল থাইল্যান্ডে। অন্যদিকে ছবির পঙ্কজ ও সংযুক্তা অর্থাৎ মিমি চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়কে ফের পর্দায় দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শক। ছবিতে থাকবেন এবার কৌশানী মুখোপাধ্যায়ও। অঙ্কুশের বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে ছবিতে থাকবেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত সীমা বিশ্বাস। এর পাশাপাশি আরও এক অভিনেতাকেও দেখা যাবে বলে শোনা যাচ্ছে। তিনি অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। বাংলা টেলিভিশনে তাঁর নিয়মিত আসা যাওয়া। কাজ করেছেন ছবি ও সিরিজেও। আর তাই তাঁর অনুরাগীদের এক আলাদা প্রত্যাশা তৈরি হয়েছে এই ছবি থেকে এই গুঞ্জন শোনার পর থেকেই।

এই গুঞ্জন কতটা সত্যি তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। পরিচালক জানান, “শন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে কাজ করেছে। আমি ওর সঙ্গে এই প্রথমবার কাজ করলাম। কালই শন ডাবিং সেরেছে। শুধু কলকাতাতেই ওর শুটিং ছিল না। টাকিতেও ওর শুটিং ছিল। ও ওর প্রতিদিনের ধারাবাহিকের শুটিং সেরে সময়মতো আমাদের ছবির শুটিংয়ে এসেছে, আবার পরেরদিন ধারাবাহিকের শুটিংয়ের জন্য বেরিয়ে গিয়েছে। ওর কাজের প্রতি এই দায়বদ্ধতা আমার খুব ভালো লেগেছে। খুব ভাল অভিজ্ঞতা আমার শনের সঙ্গে কাজ করার।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement