Advertisement
Advertisement
Jeet-Rana Sarkar

এবার জিতের নতুন ছবির প্রযোজনায় রানা সরকার! ‘ধূমকেতু’র সাফল্যের মাঝেই জোর জল্পনা

ঠিক কেন জোরাল হচ্ছে জল্পনা?

buzzing that Jeet-Rana and rana sarkar making film together
Published by: Arani Bhattacharya
  • Posted:August 25, 2025 3:35 pm
  • Updated:August 25, 2025 3:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করছে ‘ধূমকেতু’। বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে এই ছবি। সুপারস্টার দেব ও লেডি সুপারস্টার শুভশ্রীর এই ছবি দর্শক জমিয়ে উপভোগ করছেন। ‘ধূমকেতু’ আসবেই, মুক্তির আগে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রযোজক রানা সরকার। প্রেক্ষাগৃহে যখন রমরমিয়ে চলছে এই ছবি, তখনই টলিপাড়ার অন্দরে নয়া জল্পনা। এবার নাকি সুপারস্টার জিতের সঙ্গে নতুন ছবি তৈরি করতে চলেছেন রানা সরকার!

Advertisement

ঠিক কেন জোরাল হচ্ছে জল্পনা? আসলে সম্প্রতি জিতের অফিসে সুপারস্টারের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রযোজক রানা সরকার ও পরিচালক অরিন্দম শীল। আর তারপর থেকেই এই নিয়ে গুঞ্জন। যদিও তিনজনের কেউই এই নিয়ে মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে, আপাতত প্রাথমিক স্তরে নাকি কথা হয়েছে তাঁদের। নতুন কোনও ছবি আসছে কিনা, নাকি অন্য কোনও পরিকল্পনা রয়েছে তাঁদের, এই সব নিয়েই কৌতূহল দানা বাঁধছে অনুরাগীদের মনে।

বলে রাখা ভালো, এর আগে জিতের ছবি মুক্তির পর সুপারস্টারকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রযোজক রানা সরকার। এমনকী তিনি জিতের ছবি দেখার পরামর্শও দিয়েছিলেন সিনেপ্রেমীদের। ফলে জিতের সঙ্গে রানা সরকার জুটি বাঁধলে ‘ধূমকেতু’র মতোই যে আরও একটি ব্লকবাস্টার উপহার পাবেন দর্শকরা, তা আন্দাজ করাই যায়। প্রসঙ্গত, পুজোর আগে বক্স অফিসে রীতিমতো ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। এই মুহূর্তে যে একটা গোটা প্রজন্ম ‘দেশু’ (দেব-শুভশ্রী) জ্বরে কাবু, এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। এবার জিতের সঙ্গে বৈঠকে রানা সরকার কী সিদ্ধান্ত নিলেন, তা জানতেই আগ্রহী বাংলা ছবির দর্শকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ