সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে তাঁর সিদ্ধান্ত ছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেবেন না। শোনা গিয়েছিল, কান-এ যাচ্ছেন না আলিয়া। কিন্তু অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন আলিয়া ভাট। আর শুক্রবার তাঁকে দেখা ফ্লোরাল পোশাকে কান মাতাতে। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অভিষেকেই সকলের মন জিতে নিলেন রণবীর ঘরণি। ইন্টারনেট ছড়িয়ে পড়েছে সেই ছবি। নেটিজেনরা মুগ্ধ হলেন আলিয়াকে দেখে।
উল্লেখ্য, দেশে ভারতপাক সংঘাতের অপারেশন সিঁদুর আবহে মন সায় দেয়নি বলেই কান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আলিয়া। তেমনই গুঞ্জন ছিল। অবশেষে মন বদলে কান-এর রেড কার্পেটে দেখা গিয়েছে তাঁকে। আলোচনায় তাঁর পরনের অভিনব ফ্লোরাল পোশাকও।
Alia Bhatt at
— Alia’s nation (@Aliasnation)
চব্বিশ সালে মেট গালার মঞ্চে ডেবিউ করেছিলেন। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে পশ্চিমী বিনোদুনিয়ার স্পটলাইট কেড়ে নিয়েছিলেন কাপুরদের বউমা। এবার কান-এ কোন পোশাকশিল্পীর পোশাকে নজর কাড়বেন অভিনেত্রী? কৌতূহলের অন্ত ছিল না! চলতি বছর সব্যসাচীর হাত ধরেই ফ্রেঞ্চ রিভেঁরায় প্রথমবার পা রেখে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করেছেন শাহরুখ খান। এবার মন জিতলেন আলিয়াও।
শুক্রবার রাতে ‘বস লেডি’ অবতারে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল আলিয়াকে। পরনে বেইজ রঙের গুচ্চির স্যুট। চোখে রেট্রো লুকের চশমা। পাপারাজ্জিদের দিকে মিষ্টি হেসে চলে যান তিনি। তবে এই সফরে সঙ্গী নন রণবীর কিংবা রাহা। কান-এর উদ্দেশে একাই উড়ে গিয়েছেন আলিয়া ভাট। এবার সেখানে নেমেই ভিনি ভিডি ভিসি করলেন তিনি। অর্থাৎ এলেন, দেখলেন, জয় করলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.