সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ৪২ বছর বয়সী অভিনেত্রী শেফালি জরিওয়ালা (Shefali Jariwala Death)। শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ার পর তাঁর স্বামী পরাগ ত্যাগি অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এবার অভিনেত্রীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য।
যদিও রিপোর্ট বলছে অভিনেত্রীর মৃত্যু হৃদরোগের ফলেই হয়েছে। কিন্তু মুম্বই পুলিশের কাছে অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হলেন অভিনেত্রী নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য তা জানতেই ইতিমধ্যে অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়ে মুম্বইয়ের কুপার হাসপাতালে। অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় ফরেনসিক টিম। রাত ১টার সময় কুপার হাসপাতালে ময়নাতদন্ত শেষ হলে সেই রিপোর্টেও ধোঁয়াশা কাটেনি। এমনটাই নাকি জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফে জানা যাচ্ছে সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে। আর সেখান থেকেই ঘনাচ্ছে রহস্য।
শুক্রবার যখন অভিনেত্রীকে হাসপাতালে আনা হয় ততক্ষণে প্রয়াত হয়েছেন তিনি। অর্থাৎ তাঁকে মৃত অবস্থাতেই আনা হয়েছিল তাঁকে। শেফালির মৃত্যুর খবর চাউর হতেই শুক্রবার রাত থেকেই শোকবিহ্বল তাঁর ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.