সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ধুন্ধুমার সুপারম্যানের। গত শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি সারা বিশ্বেই সাড়া ফেলেছে। ইতিমধ্যেই রোজগার করে ফেলেছে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ। ভারতেও ছবিটি প্রথম চারদিনে ৪ মিলিয়ন ডলার উপার্জন করে ফেলেছে। ভারতীয় মুদ্রায় যা ৩৪ কোটি টাকারও বেশি। কিন্তু দর্শকের ভালোবাসার পাশাপাশি এদেশে বিতর্কেও পড়েছে ছবিটি। বিতর্ক সেন্সর বোর্ডের কাঁচি নিয়ে। জানা যাচ্ছে ছবি থেকে সুপারম্যান ও তার বান্ধবী লইস লেনের ঘনিষ্ঠ দৃশ্যের অধিকাংশই বাদ দিয়ে দেওয়া হয়েছে। যা ঘিরে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন দর্শকরা যা জানতে পেরে বলছেন, ‘এই দেশেই কামসূত্র লেখা হয়েছিল না?’
ছবির একেবারে ক্লাইম্যাক্সে ৩৩ সেকেন্ডের একটি চুম্বন দৃশ্য রয়েছে। সেটিকে কমিয়ে কয়েক সেকেন্ডের করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দু’টি চুম্বনদৃশ্য একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে। এর পর ছবিটিকে U/A 13+ সার্টিফিকেট দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।
আর এর পরই এই কাঁচি চালানো নিয়ে সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক আঙিনায়। মঙ্গলবার আমেরিকার একটি পোর্টাল ‘দ্য এন্টারটেইনমেন্ট উইকলি’ এই খবরটি প্রকাশ করলে মার্কিন নেটিজেনরা কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, ‘এই দেশেই কামসূত্র লেখা হয়েছিল না?’ আবার কারও মতে ‘ভারত এখনও ১৮০০ সালেই রয়েছে।’ কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভারতীয় ছবিতে অনেক সময়ই ভায়োলেন্সের বাড়াবাড়ি দেখা যায়। সেগুলিতে সেন্সর বোর্ড সেভাবে কাঁচি চালায় না। তাহলে কেন চুম্বন দৃশ্য বাদ পড়ল? আর এহেন সমালোচনায় তাঁরা পাশে পাচ্ছেন বহু ভারতীয় দর্শককেও। অনেকেরই দাবি, এমন সমালোচনা আরও বেশি করা করা উচিত, তাতে যদি সংবিৎ ফেরে সেন্সর বোর্ডের।
প্রসঙ্গত, কাল্পনিক শহর মেট্রোপলিসে দ্বৈত সত্তা নিয়ে ক্লার্ক কেন্ট ওরফে সুপারম্যানের দিনযাপনের প্রায় নয় দশক পেরিয়ে গিয়েছে। এখনও যে তার বক্স অফিস কাঁপানোর ক্ষমতা একই রকম তা নতুন করে বুঝিয়ে দিচ্ছে জেমস গানের ছবিটি। ডিসি এই ছবির মধ্যে দিয়েই নতুন করে ঘুরে দাঁড়াবে এমনটাই বলছে প্রাথমিক বক্স অফিস। মুক্তির পর থেকে ছবিটি যেভাবে ব্যবসা করছে তা সেদিকেই ইঙ্গিত করছে। এর মধ্যে এদেশে চুম্বন বিতর্কে জড়াতে হল ক্রিপটন গ্রহ থেকে আসা অতিমানবকে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.