Advertisement
Advertisement
Tollywood

প্রাক্তন ক্রিকেটার স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে টলিপাড়ার শিল্পী! টলিউডে ফের ডিভোর্সের গুঞ্জন

ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, দম্পতির ঘনিষ্ঠমহলও মধ্যস্থতা করে 'মধুরেণ সমাপয়েৎ' ঘটাতে অক্ষম।

Celeb Divorce: Tollywood star reportedly left Ex Cricketer husband, staying with boyfriend
Published by: Sandipta Bhanja
  • Posted:July 18, 2025 10:07 am
  • Updated:July 18, 2025 10:07 am   

বিশেষ সংবাদদাতা: টলিপাড়ায় ভাঙন! সে আর নতুন কি? অহরহ ভাঙনের খবরে সরগরম বাংলার সিনেমাপাড়া। কখনও তারকাদের প্রেম ভাঙার খবরে উত্তাল হয়েছে টলিউড, তো কখনও বা আবার দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনে ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস। সূত্রের খবর, এবার টলিপাড়ার এই বিচ্ছেদের আঁচ ক্রিকেটের ময়দানেও! প্রাক্তন ক্রিকেটার-স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে টলিপাড়ার শিল্পী।

Advertisement

স্বাভাবিকভাবেই দম্পতিকে নিয়ে এখন সিনেমাপাড়ার নানা মুনির নানা মত! জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন বাঙালি ক্রিকেটারের সঙ্গে ‘টলিপাড়ার বাসিন্দা’র প্রেমের বিয়ে। তাঁদের এক সন্তানও রয়েছে। তবে সম্প্রতি শোনা গিয়েছে, তাঁদের দাম্পত্যে নাকি চিড় ধরেছে। সংসারের মায়া ত্যাগ করে, ইতিমধ্যেই স্বামী ও সন্তান ছেড়ে অন্যত্র রয়েছেন ওই প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী। কিন্তু আচমকাই দাম্পত্যে দূরত্ব বাড়ল কেন? সূত্রের দাবি, ক্রিকেটার সংসারেই মনোনিবেশ করেছিলেন। তবে তাঁর স্ত্রী মন দিয়ে বসেন ইন্ডাস্ট্রির এক ব্যক্তিকে। তাঁদের সম্পর্ক যেন ফাস্ট পেস বোলিংয়ের মতোই দ্রুতগামী। আর এই কারণেই বিচ্ছেদের সুর আরও জোরালো। আইনি বিবাহবিচ্ছেদ ঠেকানো গিয়েছে কিনা, তা নিয়ে আপাতত কোনও খবর মেলেনি। কিন্তু সূত্রের খবর, ঘনিষ্ঠমহলের মধ্যস্থতাও ‘মধুরেণ সমাপয়েৎ’ ঘটাতে অক্ষম। ক্রমশ বেড়েই চলেছে দূরত্ব। দাম্পত্যের ক্রিজে কি টিকে থাকবেন তাঁরা, নাকি ‘বোল্ড আউট’? সেই উত্তর সময়ের গর্ভেই লুকিয়ে।

এখানেই শেষ নয়। টলিউড কিন্তু বরাবরই খবর দেয়। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কেউ কেউ বলছেন, সবটাই নাকি ভুয়ো। আবার রয়েছে পালটা সুরও। টলিউডের গসিপ দেওয়ালে কান পাতলে শোনা যাচ্ছে, নেপথ্যে রয়েছে অন্য কাহিনিও। সূত্রের দাবি, ওই প্রাক্তন ক্রিকেটারের কারণেও একাধিকবার সমস্যা এসেছে দাম্পত্যে। কাহিনির মোড় কোন দিকে? তা নিয়েও যথেষ্ট ধন্দ রয়েছে। দূরত্ব ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও তা ধোপে টিকছে না। বন্ধুমহল ইতিমধ্যেই জুটির সমস্যার কথা জানতে পারলেও তা প্রকাশ্যে আনতে চাইছেন না দু’জনের কেউই। সম্পর্কের সমীকরণ কোন দিকে যাবে? তা নিয়ে দ্বিধাগ্রস্ত প্রাক্তন ক্রিকেটার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ