Advertisement
Advertisement
Celebrity Durga Puja

মনামীর ‘নীল আলতা রহস্য’ ফাঁস! আসছে অভিনেত্রীর পুজোর উপহার ‘কল্কি’

পুজোর প্রাক্কালে নীলাম্বরী লুকে অনন্যা মনামী ঘোষ।

Celebrity Durga Puja: Actress Monami Ghosh's Pujo Music Video Kalki look out
Published by: Sandipta Bhanja
  • Posted:September 8, 2025 9:23 pm
  • Updated:September 9, 2025 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনামী বরাবরই ফ্যাশন সচেতন। নিত্যনতুন ভাবনার পোশাকে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেন। এবার সেই রেওয়াজ তাঁর পুজোর গানের মিউজিক ভিডিওতেও বহাল রাখলেন। গত আগস্ট মাসে নীল রঙের আলতা পরে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। সাধারণত এযাবৎকাল আলতার রং লাল দেখতেই অভ্যস্ত সকলে, তবে এবার নীল রঙের আলতা পরার ট্রেন্ড শুরু করলেন মনামী ঘোষ। আর সোমবার তাঁর সেই ‘নীল আলতা রহস্য’ই ফাঁস হল।

Advertisement

হাতে, গলায় সর্পিল ডিজাইনের অলংকার। খোলা চুল। পরনে লাল রঙের শাড়ি-ব্লাউজ। আর হাতে নীল রঙের আলতা। সঙ্গে রং মিলান্তি টিপ। সবমিলিয়ে নতুন লুকেও দর্শক-অনুরাগীদের মুগ্ধ করলেন মনামী ঘোষ। যার নেপথ্যে তাঁর পুজোর (Celebrity Durga Puja) উপহার ‘কল্কি’। হিন্দু শাস্ত্র মতে বিষ্ণুর দশম এবং শেষ অবতার ‘কল্কি’। যেহেতু বিষ্ণু নীল রং ধারণ করেন, সেকথা মাথায় রেখেই সম্ভবত ‘নীল আলতা’য় সেজেছেন মনামী। শুধু তাই নয়, পুজোর গানের মিউজিক ভিডিওর সাজপোশাকেও কল্কি পুরাণের সঙ্গে মিলিয়ে দিলেন তাঁর ফ্যাশন স্টেটমেন্ট। কীভাবে? কল্কি পুরাণে যেহেতু সাপের উল্লেখ রয়েছে, সেই প্রেক্ষিতেই সর্পিল গয়না বেছে নিয়েছেন অভিনেত্রী। যদিও গানের ভিডিও এখনও প্রকাশ্যে আনেননি, তবে শারদ উপহারে পয়লা লুকেই কৌতূহলের পারদ চড়িয়েছেন মনামী ঘোষ। ‘আইলো উমা’র পর এবার ‘কল্কি , এলো রে গৌরী’ মিউজিক ভিডিওতেও যে নাচে-গানে পুজোর জলসা মাতিয়ে দেবেন অভিনেত্রী, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, যে কোনও অনুষ্ঠানের রেড কার্পেটের জন্য নতুন লুক ক্রিয়েট করেন মনামী। কখনও প্লাস্টিকের ফ্রক, নকশিকাঁথার গাউন, কখনও তাঁর শাড়ির আঁচলজুড়ে মৃণাল সেনের অবয়ব, আবার কখনও অ্যাকোরিয়াম ব্যাগ হাতে বা দড়ির পোশাকে মোহময়ী মনামী ঘোষ। সাজগোজে তাক লাগাতে অভিনেত্রীর জুড়ি মেলা ভার! এবার পুজোর প্রাক্কালে নজর কাড়লেন নীলাম্বরী লুকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement