ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে নিষাদের সঙ্গে প্রথম পুজো পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। চলতি বছরের জুন মাসে পুত্রসন্তানের জন্ম দেন পিয়া চক্রবর্তী। দুই থেকে তিন হন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সোশাল মিডিয়া থেকে ছেলেকে দূরে রাখলেও এই শারদীয়ায় ছেলের সঙ্গে সকলের সঙ্গে আলাপ করিয়েছেন তাঁরা। এবার ছেলেকে নিয়ে প্রথমবার অঞ্জলি দিলেন পরম-পিয়া।
পরমব্রতর ছোটবেলা যে পাড়ায় কেটেছে সেখানেই প্রথম বছর মা-বাবার সঙ্গে অঞ্জলি দিতে সঙ্গে গেল খুদে। সোশাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমবার তিনজনে মিলে একসঙ্গে অঞ্জলি দেওয়া।’
পরমব্রত আরও লিখেছেন, ‘মামার বাড়ির পাড়ায় , যেখানে বড় হয়েছি , বালিগঞ্জ স্টেশন রোডে। পুজোর এই দিনে প্রতি বছর এখানেই ফিরে যাই। সহজ সাধারণ মিষ্টি পাড়ার পুজো। বাবার ছোটবেলার পাড়ায়, ছোটবেলার পুজোয় নডিবাবুর এই বার প্রথম আসা।’
সন্তানের বয়স সাড়ে তিন মাস হতেই সকলের সঙ্গে পরিচয় করান পরম-পিয়া। সন্তানদের মুখ প্রকাশ্যে নিয়ে আসা নিয়ে তারকামহলের একাংশের বরাবর ছুঁতমার্গ রয়েছে। তবে খুব একটা অনুরাগীদের অপেক্ষা করাননি তাঁরা দু’জন। নিষাদের মিষ্টি ছবি দেখে খুশি হয়েছে নেটভুবন।
তবে ভালো নাম নিষাদ হলেও পরমপুত্রের অনেকগুলি আদরের নাম রয়েছে। মায়ের কাছে সে ‘নডি’, আবার বাবা পরমব্রতর কাছে ‘জুনিয়র’। তবে যে নামেই ডাকা হোক না কেন, নিষাদ কিন্তু দিব্যি সাড়া দেয়। প্রসঙ্গত, ছেলে এবং পরমব্রতর জন্মমাস এক। ২৭ জুন পরমের জন্মদিন। অন্যদিকে পয়লা জুন প্রথমবার পিতৃত্বের স্বাদ পান অভিনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.