Advertisement
Advertisement
Celebrity Durga Puja

‘আমার প্রিয় অ্যালবাম’, ছোটবেলার মহানবমীর বিশেষ মুহূর্ত পোস্ট করে আবেগী অভিষেককন্যা সাইনা

পোস্ট দেখে রীতিমতো মন খারাপ নেটিজেনদের।

Celebrity Durga Puja: saina chatterjee shared a old video of puja with father abhishek chatterje

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:October 1, 2025 2:09 pm
  • Updated:October 1, 2025 2:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের মতো এই বছরও বাড়িতে দুর্গা পুজোর আয়োজন হয়েছে। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেই পুজোর নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিষেককন্যা সাইনা। এদিন মহানবমীতে একটি পুরনো ভিডিও পোস্ট করেন সাইনা। সেই পোস্ট দেখে রীতিমতো মন খারাপ হয়েছে সকলের।

Advertisement

ছোটবেলার কোনও এক নবমীতে কুমারী পুজোর মুহুর্ত। সেজে পরিপাটি সাইনাকে কলে করে পুজোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন অভিনেতা বাবা অভিষেক চট্টোপাধ্যায়। বেনারসি পরে সুন্দর সাজে সেজে ছোট্ট সাইনা যেন নিজেই একজন মা দূর্গা। সারা বাড়িতে উলুধ্বনি, শঙ্খধ্বনিতে ভোরে উঠেছে, বাবার কলে করে ছোট্ট সাইনা রওনা দিচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। এই ভিডিওটিই এদিন পোস্ট করে নিয়েছেন অভিষেকজায়া সংযুক্তা চট্টোপাধ্যায়া। আর মায়ের পোস্ট করা সেই ভিডিওটিই রিপোস্ট করে সাইনা লিখেছেন, ‘আমার সবথেকে প্রিয় দূর্গা পূজা অ্যালবাম। কুমারী পুজো।’

 

সাইনার ছোটবেলার এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়েছে নেটপাড়া। মায়ের কাছে সাজতে সাজতে দুষ্টুমিতে মেতেছে কখনও ছোট্ট সাইনা। আর সেসব দেখেই আবেগী হয়েছেন তাঁর অনুরাগী থেকে নেটিজেনরা। এই বছর প্রয়াত অভিনেতার বাড়ির পুজোয় অতিথি হিসেবে এসেছিলেন একঝাক তারকা। বিনোদুনিয়ার একঝাঁক তারকা এসেছিলেন এই পুজোয়। উল্লেখ্য, এই মুহূর্তে ছোট পর্দায় চুটিয়ে কাজ করছে সাইনা। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে এই নুহুরতে দেখতে পাচ্ছেন দর্শক সাইনাকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ