Advertisement
Advertisement
Celebrity Durga Puja

মহাষ্টমীতে ‘সন্তান’দের সঙ্গে মিমি, কবজি ডুবিয়ে লুচি-ছোলার ডাল মিষ্টিতে উদরপূর্তি, পোস্ট করলেন ভিডিও

অষ্টমী সকালের আদুরে মুহূর্ত ভাগ করে নিলেন মিমি সোশাল মিডিয়ায়।

Celebrity Durga Puja: tolywood actress mimi chakroborty's astomi special breakfast

ছবি: সোশাল মিডিয়া

Published by: Arani Bhattacharya
  • Posted:September 30, 2025 9:04 pm
  • Updated:September 30, 2025 9:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের দিনে নায়িকা মিমি চক্রবর্তীর বাড়ির এই ছবি খুব চেনা। নিজের সারমেয় সন্তানদের সঙ্গে নানা আদুরে মুহুর্ত মাঝে মাঝেই সোশাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি। গত বছরের মতোই এই বছরেও অষ্টমীর সকালে ঠিক সেভাবেই তাদের সঙ্গে কাটানো আদুরে মুহূর্ত ভাগ করে নিলেন মিমি তাঁর সোশাল মিডিয়ায়।

Advertisement

অষ্টমীর সকাল মানেই লুচি, ছোলার ডাল, সাদা আলুর তরকারি আর মিষ্টি। বছরের এই দিনটা সকালের ভূরিভোজটা ঠিক এভাবেই আর পাঁচজনের মতো সারেন মিমি নিজেও। আর তা যখন তিনি সারেন তাঁর সামনে বসে থাকে তাঁর সারমেয় সন্তানরা। এই বছর সকালে নয়, বরং বেশ দেরিতে অর্থাৎ দুপুর গড়িয়ে বিকেলে সেই অষ্টমী সকালের জলখাবার খাওয়ার মুহূর্ত ভাগ করে নিলেন মিমি। সেখানে দেখা যাচ্ছে তাঁকে বলতে ‘এটা প্রতি বছররের পেটেন্ট আমাদের।’ নায়িকার পাতে রয়েছে লুচি, ছোলার ডাল, সাদা আলুর তরকারি, রসগোল্লা আর গোলাপজাম। বরাবরের মতো লুচির সঙ্গে সেই ছোলার ডাল আর মিষ্টি একসঙ্গে তৃপ্তি করে খেলেন মিমি। এদিকে তাঁর সারমেয় সন্তানের জিভে জল তাঁর খাবারের থালা দেখে। যদিও তাকে একটুও চেখে দেখার সুযোগ দিচ্ছেন না নায়িকা।

 

এদিন হলুদ পোশাকে ট্র্যাডিশনাল সাজে সেজেছিলেন মিমি। মুখে ছিল একগাল হাসি। এমনিতেও নায়িকা এখন বেশ ব্যস্ত তাঁর বাড়ির পুজো অর্থাৎ আবাসনের পুজো নিয়ে। সপরিবারে সেই পুজোয় মেতে উঠেছেন নায়িকা। পুজো মণ্ডপে বিভিন্ন আয়োজন নিজের হাতে সারছেন তিনি। সেই ছবিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, পুজোয় মুক্তি পেয়েছে মিমির ছবি ‘রক্তবীজ ২’। পুলিশ অফিসারের ভূমিকায় ‘সংযুক্তা’ মিমি নজর কেড়েছেন ফের। রমরমিয়ে প্রেক্ষাগৃহে চলছে ‘রক্তবীজ ২’। প্রচারের ব্যস্ততার মাঝেই চুটিয়ে পুজো উপভোগ করছেন নায়িকা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ