ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মিটে যাক গ্লানি’, উৎসবের মরশুমে কাছাকাছি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে এর আগে সোশাল মিডিয়ায় কম জলঘোলা হয়নি। তবে সেসব দূরে সরিয়ে রেখে উৎসবের মরশুমে ফের কাছাকাছি এলেন তাঁরা। মহাষ্টমীর সকালে ইনস্টাগ্রামে নিজেদের আদুরে ছবি পোস্ট করলেন সেলেব জুটি। মায়ের কাছে কী চাইলেন দু’জনে?
অষ্টমীর সকালে নেটপাড়ায় যশ-নুসরতের এহেন ছবিতে মন ভরেছে নেটিজেনদের। কমেন্টবক্সে চোখ রাখলে তা দেখাই যাচ্ছে। শুভেচ্ছা জানিয়েছে এই জুটিকে নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এই ছবিটার অপেক্ষাতেই ছিলাম’, কেউ আবার ‘যশরত’ জুটিকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ছবির সঙ্গে যে গান জুড়েছেন তাঁরা তার প্রশংসা করেছেন অভিনেতা সোমরাজ মাইতি। ছবি পোস্ট করে তার ক্যাপশনে ‘যশরত’ লিখেছেন ‘একটু দেখো মা’। অষ্টমীর সাজের জন্য নুসরত বেছে নিয়েছেন সোনালী রঙের টিস্যু শাড়ি। অন্যদিকে ব্লু ডেনিম ও ব্লু শার্টে সেজেছেন যশ। মায়ের মণ্ডপে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন তাঁরা। যদিও তাঁদের এই ছবিতে তাঁদের সন্তান ঈশানকে দেখা যায়নি।
View this post on Instagram
উল্লেখ্য, মাসকয়েক আগের ঘটনা। যশ এবং নুসরতের বিচ্ছেদের খবর ঘিরে নানা জল্পনা শুরু হয়। এই তরজা শুরু হয়েছিল সোশাল মিডিয়ায় তাঁদের আলাদা ভাবে ঘুরতে যাওয়া, ছেলের জন্মদিন নুসরত একা পালন করা ও সোশাল মিডিয়ায় আনফলো করা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। যদিও এই নিয়ে প্রকাশ্যে একেবারেই মুখ খোলেননি তাঁরা। নিজেদের সম্পর্কের বুনোত যে একইরকম আছে সেকথাই বলেছেন যশ ও নুসরত। এবার শারদীয়ায় আরও একবার তা বুঝিয়ে দিলেন সেলেব জুটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.