Advertisement
Advertisement
Chanchal Chowdhury

ব্রাত্য বসুর ‘শেকড়’-এর শুটিংয়ে শান্তিনিকেতনে চঞ্চল

'বাঙালি দর্শকের জন্য অভিনয় করি, এখানে রাজনীতির কোনও ঠাঁই নাই', সাফ কথা অভিনেতার।

Chanchal Chowdhury AT Shantiniketan for Bratya Basu's next film

'শেকড়'-এর শুটিংয়ে চঞ্চল চৌধুরী, জয়তী চক্রবর্তীকে শট বুঝিয়ে দিচ্ছেন ব্রাত্য বসু। মঙ্গলবার বোলপুরের মোহনপুর গ্রামে। (নিজস্ব চিত্র)

Published by: Sandipta Bhanja
  • Posted:October 15, 2025 7:46 pm
  • Updated:October 15, 2025 7:46 pm   

শম্পালী মৌলিক: বোলপুর স্টেশন থেকে প্রায় আট কিলোমিটার দূরে মোহনপুর গ্রাম, সেখানেই ব্রাত্য বসুর নতুন ছবি ‘শেকড়’-এর শুটিং চলছে। ৩১ ডিগ্রি গরম আর কাঠফাঠা রোদ্দুরে শট দিচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, আর অ্যাকশন-কাটের দায়িত্বে নির্দেশক-মন্ত্রী ব্রাত্য বসু। ‘হুব্বা’র মতো পলিটিক্যাল থ্রিলারের পর তিনি হাত দিয়েছেন সামাজিক গল্পে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প নিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই সিনেমা। প্রধান চরিত্রে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর বাবার ভূমিকায় লোকনাথ দে। একটি বিশেষ চরিত্রে সীমা বিশ্বাস। এছাড়া রয়েছেন ঋদ্ধি সেন, অনুজয় চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, জয়তী চক্রবর্তী, অনসূয়া মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ। তবে আরও চমক এই ছবিতে রয়েছেন দুই রাজনীতিবিদ। কুণাল ঘোষ রয়েছেন এক মিষ্টি রাজনীতিবিদের ভূমিকায়। এবং নারায়ণ গোস্বামী রয়েছেন ইন্টারেস্টিং চরিত্রে। তাঁদের শুটিং রয়েছে পরে।

Advertisement

মঙ্গলবার শুটিংয়ে বেশিরভাগ দৃশ্য ছিল চঞ্চল চৌধুরীর আর লোকনাথ দে-র। এই প্রথম চঞ্চল চৌধুরী কাজ করছেন ব্রাত্য বসুর পরিচালনায়। চঞ্চল বলছিলেন শিকড়ের টানে ফিরতে ভালো লাগে। এ দিন শুটিং স্থল ছিল চঞ্চল অর্থাৎ ছবির ‘ইন্দ্র’র বাড়িতে। সে কারখানায় কাজ করে। তার বাবা স্মৃতিভ্রংশের অসুখে ভুগছে। যার সঙ্গে অভিনেতা চঞ্চল রিলেট করতে পারেন। তিনিও বাস্তবে তাঁর বাবাকে এমনই ভুলে যেতে দেখেছেন। ‘দত্ত বাটী’-তে শুটিং হচ্ছে, সারা বাড়ি আঁকড়ে রেখেছে প্রচুর প্রাচীন বটের শিকড়। ‘পদাতিক’-এর পর চঞ্চল আবার এপার বাংলার ছবিতে। ব্রাত্য বলছিলেন, “শান্তিনিকেতন-বোলপুর খুব শুটিং ফ্রেন্ডলি। ছবিতে বাবা-ছেলের সম্পর্ক ফোকাসে। বৃদ্ধ, বিস্মৃতিপরায়ণ বাবার প্রতি সাংঘাতিক টান ছেলের। সম্পর্কের শিকড়ে ফেরার কথা বলবে এই ছবি। সমাজে যে ক্যাকোফোনি চলছে এবং জাহির করার প্রবণতা, এগুলো তো ঠিক মানুষের নয়। আমরা সকলেই এই জম্বির পার্ট। মানুষকে শিকড়ে ফিরতে হবে। মানবিকতা, ভালোবাসা, প্রেমের শিকড় হতে পারে। যে সব অনুভূতি ক্ষয়ে গেছে, সেই সব কথা বলবে এই ছবি। এটাকে প্রেমের গল্পও বলা যায়। রাজনীতিও তার অংশ, কিন্তু ডমিনেটিং নয়।”

চঞ্চল চৌধুরী এই প্রথম শান্তিনিকেতনে এলেন। আর প্রথমবার ব্রাত্য বসুর পরিচালনায় ফিচার ফিল্মে কাজ করছেন। শুটিংয়ের মাঝেই জানালেন, বেশ ভালো লাগছে। কথা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা গেল, ভারত-বাংলাদেশ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখার ক্ষেত্রে চলচ্চিত্র কী ভূমিকা নিতে পারে? চঞ্চল চৌধুরী বলছেন, “বাংলা ভাষায় অভিনয় করি, বাঙালি দর্শকের জন্য অভিনয় করি, সেখানে রাজনীতি কোনও বাধা নয়, আমার মনে হয় না। কারণ, বাংলাদেশ-পশ্চিমবঙ্গের যে কোনও অভিনেতা বলি, কি সংগীতশিল্পী বলি, তাঁদের কাজ সারা পৃথিবীর দর্শক দেখেন, সেখানে মনে হয় না রাজনীতির কোনও ঠাঁই আছে।” পাশাপাশি দুই গ্রামের বৃদ্ধ-বৃদ্ধাকে নিয়ে চিত্রনাট্য। গল্পের মানবিক আবেগ এই ছবির মূল আকর্ষণ। ১৯ অক্টোবর পর্যন্ত বোলপুরে শুটিং চলবে। এছাড়া বেনারসে শুটিং হয়েছে। ফিরদৌসুল হাসান প্রযোজিত ‘শেকড়’ মুক্তির পরিকল্পনা মার্চ মাসে, তবে নির্বাচনের সময় বুঝে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ