সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলুদ ট্যাক্সিতে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী! না, তিনি চড়বেন না, বরং চালাবেন। হ্য়াঁ, কলকাতার রাস্তায় এমনটাই ঘটতে চলেছে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বুধবারই কলকাতায় পা রাখছেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী। মে মাসের ১০ তারিখ পর্যন্ত এই শহরেই চলবে চিরঞ্জিবীর ‘ভোলা শংকর’ ছবির শুটিং। সূত্র বলছে, ধর্মতলা, কালীঘাট এলাকায় চলবে এই ছবির শুটিং। ‘ভোলা শংকর’ ছবিতে ট্য়াক্সি চালকের ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিবীকে।
কয়েক মাস আগে প্রকাশ্য়ে এসেছিল ‘ভোলা শংকর’ ছবির ফার্স্টলুক। সেখানেই দেখা গিয়েছিল হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে রয়েছেন চিরঞ্জিবী। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এই ছবির সঙ্গে হয়তো কলকাতা কানেকশন রয়েছে।
এই ছবিতে চিরঞ্জিবীর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। তামান্নাও খুব শীঘ্রই পা রাখবেন তিলোত্তমায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.