শম্পালী মৌলিক: ভাতৃহারা চিরঞ্জিৎ চক্রবর্তী। দিন তিনেক আগের কথা। সাতসকালে ঘুম ভাঙার পরই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা তথা বিধায়কের ভাই অমিতাভ চক্রবর্তী। পরবর্তী কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ! চিরঘুমের দেশে পাড়ি দেন শিল্পী।
চিরঞ্জিতের ভাই অমিতাভ নিজেও ছিলেন কমার্শিয়াল আর্টিস্ট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। শোকবিধ্বস্ত অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয় সংবাদ প্রতিদিন-এর তরফে। তিনি জানিয়েছেন, “আপতদৃষ্টিতে তো ভালোই ছিল। এমনি ওঁর কোনও শারীরিক সমস্যা ছিল না। সম্প্রতি বুকে ব্য়থা হওয়ায় ইসিজি করতে হয়। তবে সেই পরীক্ষায় কোনও সমস্যা ধরে পড়েনি। তবে চিকিৎসক ইকো কার্ডিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেটা আর করায়নি অমিতাভ।” চিরঞ্জিতের আক্ষেপ, “কাউকে কোনওরকম বিরক্ত করল না। নিজেও ভুগল না। হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু। অনেকেই হয়তো এরকমভাবে চলে যাওয়া কামনা করেন। ছোটবেলার কত স্মৃতি ওঁর সঙ্গে। কোলে নিয়ে ঘুরতাম। আজ তাঁর শ্মশানযাত্রা দেখতে হল!”
জানা গিয়েছে, ঘটনার দিন সকালে অমিতাভ চক্রবর্তী ঘুম থেকে উঠে স্ত্রীকে জানিয়েছিলেন, আগের রাতে তাঁর ঘুম খুব ভালো হয়েছে। শরীরও ঝরঝরে। এর মাঝেই দরজায় বেল বাজে। অতিথির সঙ্গে কথা বলে এসে চিরঞ্জিৎ চক্রবর্তীর ভাতৃবধূ দেখেন, স্বামী ফের শুয়ে পড়েছেন। প্রথমটায় সেভাবে বুঝতে পারেননি তিনি। তবে পরে বহুবার ডাকলেও সাড়া মেলেনি। গোলপার্কের যে বাসভবনে অমিতাভ চক্রবর্তী থাকতেন, সেখানেই গত ২৫ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিয়মিত যোগাযোগ রাখতেন দাদা চিরঞ্জিৎ চক্রবর্তীও। অকালে ভাইয়ের চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না প্রবীণ অভিনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.