Advertisement
Advertisement
Pandit Chhannulal Mishra Death

দশমীর দিন সঙ্গীতজগতে দুঃসংবাদ! প্রয়াত কিংবদন্তি ছান্নুলাল মিশ্র

বৃহস্পতিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Classical Singer Pandit Chhannulal Mishra Dies
Published by: Sandipta Bhanja
  • Posted:October 2, 2025 9:42 am
  • Updated:October 2, 2025 11:42 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশমীর দিন সঙ্গীতজগতে আছড়ে পড়ল দুঃসংবাদ। প্রয়াত কিংবদন্তি ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্র। ঠুমরি গানের জন্যেই ভারতীয় সঙ্গীতদুনিয়ার এক অন্যতম দিকপাল হিসেবে নাম লিখিয়েছিলেন তিনি। বলিউড মাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। শেষরক্ষা আর হয়নি! বৃহস্পতিবার ভোররাতে বারাণসিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র।

Advertisement

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। জানা গিয়েছে, দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। তবে চিকিৎসায় সাড়া দিয়ে তাঁর শরীরও সুস্থ হয়ে যায়। বাড়িও ফেরেন তিনি। তবে বৃহস্পতিবার ইহকালের মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশে রাওনা হলেন সঙ্গীতশিল্পী। সংবাদমাধ্যমের কাছে খবর নিশ্চিত করেছেন তাঁর কন্যা নম্রতা মিশ্র। দীর্ঘদিন ধরেই কিডনি জনিত সমস্যা থেকে সুগার, হাইপারটেনশন, অস্টিওআর্থারাইটিস, বিপিএইচ এবং এআরডিএস-এর মতো একাধিক সমস্যায় জেরবার ছিলেন।

১৯৩৬ সালের ৩ আগস্ট উত্তরপ্রদেশের হরুহরপুরে জন্মগ্রহণ করেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। বাবা বদ্রীনাথ মিশ্রও ছিসেন সঙ্গীতজ্ঞ। বাবার কাছেই হাতেখড়ি খুব কম বয়সে। তারপর কিরানা ঘরানায় উস্তাদ আবদুল ঘনি খানের কাছে তালিম নেন। পরবর্তীতে ঠাকুর জয়দেব সিংয়ের কাছেও তালিম নিয়েছিলেন। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে তাঁর অগাধ পাণ্ডিত্যে ভারতীয় সঙ্গীতজগৎকে সমৃদ্ধ করেছেন। বিশেষ করে খেয়াল, পূরব রাগ ঠুমরীতে ছিলেন পারদর্শী। সেই পাণ্ডিত্যের জন্যেই ২০০০ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পান। ২০১০ সালে পদ্মভূষণে ভূষিত হওয়ার পর আবার ২০২০ সালে পদ্মভূষণে বিভূষণ সম্মানে সম্মানিত করা হয় ছান্নুলাল মিশ্রকে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় সঙ্গীতজগৎ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ