ছবি: সংগৃহীত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের হিট পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে এই পুজোয়। ২৬ সেপ্টেম্বর ছবি মুক্তি। বড়পর্দায় ‘রক্তবীজ ২’ মুক্তির পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
পরিচালককে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রীও। এদিন দু’জনের মধ্যেই সৌজন্য বিনিময় হয়। শুধু তাই নয় একইসঙ্গে এদিন পরিচালক শিবপ্রসাদের সঙ্গে ছবি মুক্তির প্রাক্কালে কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। পুজোর এই ছবির বিভিন্ন প্রচার ঝলক সামনে আসার সঙ্গে সঙ্গে দর্শকের অপেক্ষার প্রহর গোনা আরও বেশি করেই শুরু হয়েছে। শুধু তাই নয় এই পুজোয় একসঙ্গে চার-চারটে বাংলা ছবি মুক্তি পাবে। বাংলা ছবির ভবিষ্যৎ অক্ষুণ্ণ রাখতে এর আগেই পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবির ব্যবসা ও ছবির বক্স অফিস যাতে পুজোয় রমরমিয়ে চলে তাঁর জন্যই হাল ধরেছিল রাজ্য সরকার। বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, পুজোয় যে চারটি ছবি মুক্তি পাওয়ার কথা সেই সবকটিই মুক্তি পাবে। পুজোয় বাংলা ছবি প্রাইমটাইমে চলবে।
এই পুজোয় প্রেক্ষাগৃহে ‘রক্তবীজ ২’ ছবির হাত ধরে এক আলাদা আমেজ তৈরি হতে চলেছে । উল্লেখ্য, প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। জানা যায়, নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের ঘোষবাড়িতে রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর, বড় দালান, এমন পরিবেশেই শৈশবের বছর পাঁচেক কাটিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবী। সেই জামাই আপ্যায়ণের ঝলক দেখা যাবে ‘রক্তবীজ ২’ ছবিতে। গল্পে বাংলাদেশ, পদ্মাপাড়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণবের সাক্ষাৎ থেকে ‘ভিলেন মুনিরে’র উল্লেখ আগেই মিলেছে ‘রক্তবীজ ২’-এর একাধিক ঝলকে। এবার বড়পর্দায় পুরোটা দেখার অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.