Advertisement
Advertisement

Breaking News

Sonu Nigam

কন্নড়ের সঙ্গে পহেলগাঁও হামলা জুড়ে কনসার্টে ‘উসকানি’ সোনু নিগমের! দায়ের অভিযোগ

কন্নড় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিদ্ধ সোনু নিগম। উঠল FIR দায়েরের দাবিও।

Complaint against Sonu Nigam for 'provocative' remarks at Bengaluru concert
Published by: Sandipta Bhanja
  • Posted:May 3, 2025 9:34 am
  • Updated:May 3, 2025 9:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বেঙ্গালুরুতে কনসার্ট করতে গিয়ে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ আসে সোনু নিগমের কাছে। বলা ভালো, একপ্রকার দুর্ব্যবহারের সঙ্গে ‘জোড়াজুড়ি’ই করা হয় গায়ককে! রেয়াত করেননি সোনুও। পালটা দিতে গিয়ে সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসের উদাহরণ দেখিয়ে বলেন, “এমন অসহিষ্ণু মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।” সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল। সমালোচনার ঝড় বয়ে যায় তাঁকে নিয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সংশ্লিষ্ট ইস্যুতে ‘উসকানিমূলক মন্তব্যে’র অভিযোগে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল।

জানা গিয়েছে, ‘কর্ণাটক রক্ষণা বেদিকে’ নামে কন্নড়ের এক সমাজসেবী সংস্থার তরফে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, “গায়ক পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে কন্নড় ভাষা জুড়ে দিয়ে, কন্নড়ের মানুষদের ভাবাবেগে আঘাত হেনেছেন। এই অপমান গোটা আপামর কন্নড়বাসীর। সংগঠনের দাবি, সোনু নিগমের মন্তব্য শুধু অসংবেদনশীলই নয় বরং বিপজ্জনকও। সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্নড় গানের অনুরোধের সঙ্গে পহেলগাঁও সন্ত্রাসের ঘটনা জুড়ে দিয়ে উনি ভাষা সন্ত্রাসে উসকানি দিয়েছেন, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে।” ‘কর্ণাটক রক্ষণা বেদিকে’ সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও রেখেছে।

২৬ এপ্রিল বেঙ্গালুরুর বীরগোনগরের ইস্ট পয়েন্ট ই়ঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন সোনু। সেখানেই জনৈক ছাত্র তাঁকে কন্নড় ভাষায় গান গাইতে বলে রীতিমতো দুর্ব্যবহার করে। দর্শকাসন থেকে আচমকা উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, কন্নড় ভাষায় গান করুন। সোনুর দাবি, ওই ছাত্রের আচরণ মোটেও ভালো ছিল না। দেখে রীতিমতো রেগে যান গায়ক। গান থামিয়ে বলেন, “ওর জন্মের আগে আমি কন্নড় ভাষায় গান গাওয়া শুরু করেছি। কেরিয়ারের শুরু থেকে নানা ভাষায় গান গেয়েছি। তার মধ্যে কন্নড়ও রয়েছে। আমি যখন এখানে আসি, অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পাই। আমার কর্নাটকেও নানা অনুষ্ঠান থাকে। আপনারা আমার সঙ্গে পরিজনদের মতো ব্যবহার করেন। কিন্তু এই ছেলেটির ব্যবহার ভালো লাগেনি আমার। কার সামনে দাঁড়িয়ে এহেন অভব্য আচরণ করছে, সেটা দেখা উচিত ওর।” এরপরই ওই ছাত্রের অসহিষ্ণুতাকে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সঙ্গে তুলনা টেনে সোনু নিগমের সংযোজন, “এই কারণে পহেলগাঁওয়ে হামলা হয়েছিল। দয়া করে যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাঁকে দেখুন। আমি সকলকে ভালোবাসি। আমি গোটা বিশ্বে হাজার হাজার শো করি। বহু অনুরাগী সেখানে আসেন। কিন্তু দেখছি গুটিকয়েক মানুষ কন্নড় ভাষায় গানের জন্য চিৎকার করছেন। আমি অবশ্যই কন্নড় ভাষায় এক লাইন হলেও গাইব। আমি সকলকে সম্মান করি। সুতরাং দয়ালু হোন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement