ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর-আলিয়ার সুসময়ে আচমকাই বিপদের আঁচড়! ‘অ্যানিম্যাল’ অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। শুধু রণবীর (Ranbir Kapoor) নন, গোটা কাপুর পরিবারের বিরুদ্ধেই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। কী দোষ তাঁদের?
ক্রিসমাসে ‘জয় মাতা দি’ মন্ত্রজপই কাল! রণবীর-সহ গোটা কাপুর পরিবারের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। সম্প্রতি ক্রিসমাসে একত্রিত হয়েছিল গোটা কাপুর পরিবার। প্রতিবার বড়দিনে একসঙ্গে নৈশভোজ সারেন ‘কাপুর অ্যান্ড সনস’। এই রীতি বহু বছরের। বছরভর ব্যস্ত শিডিউল থাকলেও এই একটি দিন সকলে সময় বের করে নেন। রণবীর-আলিয়াও হাজির হয়েছিলেন সেই পার্টিতে। এদিনই মিষ্টি রাজকন্যে রাহার মুখ দেখিয়েছিলেন তারকাদম্পতি।
কাপুরদের সেই ক্রিসমাস পার্টির ছবি-ভিডিও দিন দুয়েক ধরেই নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে। সেখানেই একটি ভিডিওতে রণবীরকে দেখা গিয়েছে কেকের উপর পানীয় ঢেলে তা জ্বালানোর সময়ে ‘জয় মাতা দি’ বলতে। আর সেই ভিডিও নেটপাড়ার একাংশের কাছে বেশ মজার মনে হলেও কতিপয়ের কাছে ধর্মের অপমান বলে মনে হয়েছে। সেই প্রেক্ষিতেই সঞ্জয় তিওয়ারি নামে জনৈক মুম্বইবাসী ঘাটকোপার থানায় তাঁর দুই আইনজীবী পঙ্কজ মিশ্র এবং আশীষ রাইকে দিয়ে অভিযোগ দায়ের করিয়েছেন। তাঁদের অভিযোগ, অগ্নিদেবতাকে সব দেবতার আগে পুজো করার রীতি রয়েছে হিন্দুদের। কিন্তু রণবীর কাপুর এবং তার পরিবারের সদস্যরা অন্য ধর্মের উৎসব পালন করার সময়ে ইচ্ছাকৃতভাবে মাদকদ্রব্য ব্যবহার করে ‘জয় মাতা দি’র নাম করেছিলেন।
Jai Mata Di
— amsi ♪ (@RKs_Tilllast)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.