Advertisement
Advertisement

Breaking News

AAP MP Raghav Chadha

‘আম আদমির সাংসদের কোটি টাকার বিয়ে! যত নাটুকে বিপ্লব, রাঘবকে খোঁচা কংগ্রেস নেতার

দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রাঘব-পরিণীতির হাইপ্রোফাইল বিয়ে।

Congress leader trolled AAP MP Raghav Chadha for lavish marriage | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 25, 2023 12:32 pm
  • Updated:September 25, 2023 12:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পরিণীতির সঙ্গে আম আদমির সাংসদ ১০ লাখি হোটেলে রাত কাটাচ্ছে…’, ভয়ংকর কটাক্ষ শুনতে হল রাঘব চাড্ডাকে। ‘আম আদমি’র প্রতিনিধি নিয়ে বিলাসবহুল বিয়ে! উদয়পুরে কোটি টাকা খরচ করে রাজকীয় বিয়ের জন্য কটাক্ষের মুখো পড়তে হল AAP সাংসদ রাঘব চাড্ডাকে। পাঞ্জাবের কংগ্রেস নেতা সুখপাল সিং খয়রা এমন ‘খরুচে’ অনুষ্ঠানের জন্য জবাব চাইলেন রাঘবের ‘বস’ অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত সিং মানের কাছেও। যাঁরা সতীর্থর বিয়েতে হাজির থাকতে উদয়পুরে উড়ে গিয়েছিলেন আগের দিনই।

Advertisement

এইমুহূর্তে দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রাঘব-পরিণীতির হাইপ্রোফাইল বিয়ে। আমন্ত্রিত অতিথি তালিকা থেকে খাবারের মেনু, ভেন্যু সবেতেই নজর ছিল নেটপাড়ার। রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরের রাজপ্রাসাদে জমজমাট বৈবাহিক বিয়ের অনুষ্ঠানের পর সোমবার সকালে ছবি দিয়ে ফের শোরগোল ফেলে দিলেন ‘রাঘনীতি’। আর সেই ফাঁকেই আপ সাংসদ রাঘব চাড্ডাকে বিঁধলেন কংগ্রেস নেতা।

রবিবার সকলের চোখ যখন উদয়পুরের প্রতিটা মুহূর্তের আপডেটে ব্যস্ত, তখন কোনওরকম রেয়াত না করেই আম আদমি সাংসদকে খোঁচা দিয়ে সুখপাল সিংয়ের মন্তব্য, “যদিও স্ত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে জীবনের নতুন ইনিংসের শুরুয়াতের জন্য রাঘব চাড্ডাকে শুভেচ্ছা জানাচ্ছি, তবে ও একটু বলুক যে, কীভাবে একজন আম আদমি পার্টির সাংসদ যাকে বছরে ২.৪৪ লক্ষ টাকা কর গুনতে হয়, সে এরকম একটা বিলাসবহুল বিয়ে করতে পারে! তাও আবার সাত তারা হোটেলে, যেখানে একরাত কাটাতে হলে পকেট থেকে ১০ লক্ষ টাকা খসাতে হয়। এহেন মেগা ইভেন্টের জন্য রাঘবের বস কেজরিওয়াল, ভগবন্ত মানদেরও জবাবদিহি করতে হবে। এঁরা যদি আম আদমি হয়, তাহলে খাস (ভিআইপি) কে?”

[আরও পড়ুন: ‘তোমায় ছাড়া বাঁচব না’, বিয়ের আদুরে ছবি দিয়ে বার্তা রাঘব-পরিণীতির, আশীর্বাদ প্রিয়াঙ্কার]

এখানেই অবশ্য থামেননি তিনি! পাঞ্জাবের কংগ্রেস নেতা সুখপাল এও বলেন যে, “এইজন্য আমি ওদের নাম দিয়েছি নাটুকে বিপ্লবী। ওরা দেশের সবথেকে বড় হিপোক্রিট রাজনৈতিক দল।” প্রসঙ্গত, নবদম্পতি ‘Mr. & Mrs. চাড্ডার’ ভাইরাল ছবি নিয়ে বর্তমানে নেটপাড়ায় চর্চার অন্ত নেই। সাত তারা হোটেল উদয়পুর লীলা প্যালেসে এলাহি আয়োজন। খানাপিনা, অতিথিদের মনোরঞ্জনের ব্যবস্থাপনা, কোনও কিছুতেই খামতি রাখেননি চোপড়া এবং চাড্ডারা। এবার রাত পোহাতেই কোটি টাকার বিয়ে নিয়ে কটাক্ষ শুনতে হল আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে।

[আরও পড়ুন: মধ্যরাতে টি সিরিজের অফিসে গণেশ পুজো শাহরুখের, সলমনকে নিয়ে হাজির মুখ্যমন্ত্রীর বাড়িতেও]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement