Advertisement
Advertisement
Salman Khan

‘সলমন ক্রিমিনাল, ওর পরিবারও অপরাধী’, ফের ভাইজানের বিরুদ্ধে বিষোদগার পরিচালকের!

সলমনের বিরুদ্ধে কী অভিযোগ সেই পরিচালকের?

Dabangg Director Abhinav Kashyap Launches Fresh Attack on Salman Khan
Published by: Sandipta Bhanja
  • Posted:September 18, 2025 6:05 pm
  • Updated:September 18, 2025 6:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ‘দাবাং’-এর পনেরো বছর পূর্তি হল। তবে সলমন খানের বিরুদ্ধে বিষোদগার কিছুতেই থামছে না চুলবুল পাণ্ডের ব্লকবাস্টার সিনেমার পরিচালক অভিনব কাশ্যপের। সম্পর্কে তিনি অনুরাগ কাশ্যপের ভাই। তবে দাদার মতো বলিউডের জমিতে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি অভিনব। কেন পারলেন না, যেখানে তাঁর ফিল্মি কেরিয়ারে ‘দাবাং’-এর মতো হিট সিনেমা রয়েছে? সম্প্রতি তার কারণ ব্যাখ্যা দিতে গিয়েই লমন খান ও তাঁর পরিবারকে দুষেছিলেন পরিচালক। অভিনবর বিস্ফোরক অভিযোগ, “সলমন গুন্ডা, আমার কেরিয়ার ধ্বংস করেছে।” এমনকী ভাইজানের পরিবারকেও তুলোধনা করতে পিছপা হননি তিনি। এবার ফের একবার অভিনব কাশ্যপের নিশানায় সলমন ও খান পরিবার।

Advertisement

‘দাবাং’ রিলিজের আগে কেন সলমনের ভাবমূর্তিতে ‘বিশেষ প্রলেপ’ দিতে হয়েছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথা বলতে গিয়েই রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন পরিচালক। যেখানে বলিউডের ভাইজানকে তিনি কখনও ‘ছেঁচড়া’ আবার কখনও বা ‘লুম্পেন’ বলে কটাক্ষ করেছেন। এবার নতুন কোন অভিযোগ জড়ো করলেন অভিনব কাশ্যপ? পরিচালক জানান, ‘দাবাং’-এ চুলবুল পাণ্ডের চরিত্রের জন্য প্রথমে আরবাজ খানকে প্রস্তাব দিয়েছিলেন তিনি। আরবাজও সবুজ সংকেত দেন সেসময়ে। তবে দিন কয়েক বাদেই বেঁকে বসেন ভাইজানের বড় ভাই! আরবাজ জানান, তিনি অভিনয় নয়, ছবিটি প্রযোজনা করতে চান। তখনই সলমনের নাম প্রস্তাব করেন তিনি। যা শুনে রীতিমতো মাথায় হাত পড়ে অভিনবর। কেন? পরিচালক জানালেন, “সলমনের ভাবমূর্তি তখন খুব একটা ভালো ছিল না। ওকে ‘ছেঁচড়া’ বলেই মনে হত। যে রাস্তায় মহিলাদের হেনস্তা করতে পারে, তেমন একটা চরিত্র। কারণ তার ঠিক আগেই সলমন তেরে নাম, ওয়ান্টেড-এর মতো সিনেমা করেছিলেন। ২০০৮ সালের কথা সেটা। রাস্তার রোমিওর মতোই ভাবমূর্তি ছিল ওর। ওর তোয়ালে নাচও তখন বিখ্যাত।” অতঃপর পুলিশের চরিত্রে সলমনকে দর্শক কতটা মেনে নিতে পারবেন? তা নিয়ে সন্দিহান ছিলেন অভিনব কাশ্যপ।

এরপরই বলিউডের সুপারস্টার পরিবারের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটালেন পরিচালক। তাঁর মন্তব্য, “সলমন নিজে যেমন একজন ক্রিমিনাল (অপরাধী)। ওর পরিবারেরও কেউ স্বাভাবিক নয়। ওরা প্রমাণিত অপরাধী। সলমন একজন দোষী সাব্যস্ত অপরাধী। ও জামিনে রয়েছে। আর একজন অপরাধী তো অপরাধীই! ওদের এরকম অনেক বিষয় আমি জানি।” এর আগে অভিনব বলেছিলেন, “সলমন তাঁর সিনেমার কোনও কাজে যুক্ত থাকেন না। অভিনয়েও মন নেই তাঁর। গত ২৫ বছর ধরেই সেটা নেই। অভিনেতা হওয়ার তুলনায় বলিউডে অনেক বেশি ক্ষমতাশীল তিনি। আর সেটারই প্রভাব খাটান। সলমন একজন গুন্ডা। বলিউডের স্টার-তন্ত্রের বাবা ও। কারণ বলিউডের সঙ্গে যুক্ত ৫০ বছরের ফিল্মি পরিবারের সন্তান সলমন। ওঁরা সবকিছু নিয়ন্ত্রণ করে। আমার কেরিয়ারটাকে শেষ করে দিয়েছে ওঁরা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ