Advertisement
Advertisement
S S Rajamouli

‘বায়োপিকের জন্য যোগাযোগ করেননি’, রাজামৌলির বিরুদ্ধে বিস্ফোরক দাদাসাহেব ফালকের নাতি

রাজামৌলির উপর এনিয়ে একপ্রকার ক্ষোভ প্রকাশ করেছেন দাদাসাহেব ফালকের নাতি।

%%title%% %%page%% %%sep%% %%sitename%% Dadasaheb Phalke's grandson expresses displeasure at SS Rajamouli over biopic
Published by: Arani Bhattacharya
  • Posted:May 17, 2025 9:58 pm
  • Updated:May 17, 2025 9:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই দাদাসাহেব ফালকের বায়পিকের খবরে বিনোদুনিয়া তোলপাড়। বলিউড বনাম দক্ষিণী চলচ্চিত্র জগতের মধ্যে দড়ি টানাটানি চলছে। তার মধ্যেই কার্যত বোমা ফাটালেন দাদাসাহেব ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসলকর। রাজামৌলি দাদাসাহেব ফালকের বায়োপিক বানাচ্ছেন । সেই ছবির নাম ‘মেড ইন ইন্ডিয়া’। রাজামৌলির উপর এই নিয়েই একপ্রকার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসলকর বলেন, “আমি শুনতে পেয়েছি রাজামৌলি দাদাসাহেব ফালকের বায়োপিক বানাচ্ছেন। কিন্তু আমি সরাসরি এই সম্পর্কে কিছুই জানি না। তিনি আমাকে কিছুই জানাননি। তাঁর টিম থেকেও কেউ আমার সঙ্গে এই ছবি নিয়ে কোনও কথা বলেননি। যদি সত্যিই তিনি এই ছবি বানান তাহলে তাঁর উচিত ছিল অন্তত দাদাসাহেব ফালকের পরিবারের সঙ্গে অন্তত কথা বলা। সংশ্লিষ্ট ব্যাক্তিত্বের পরিবারকে না জানিয়ে কোনও কিছু করা উচিত নয়।”

একইসঙ্গে আমির ও রাজকুমার হিরানির টিমের প্রশংসা করেছেন তিনি। তাঁদের ৪ বছরের পরিশ্রম ও তাঁর বিশ্বাস অর্জন করা নিয়ে তিনি খুশি। বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ঠান্ডা লড়াই বরাবরের। দুই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নানা দ্বন্দ্ব রয়েছেই। দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে ঘোষণার পরেই দুই ইন্ডাস্ট্রির মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। বৃহস্পতিবার ভারতীয় চলচ্চিত্র জগতের পথিকৃৎ দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে ঘোষণা করেন আমির। তারপর থেকেই যেন রীতিমতো প্রতিযোগিতা চলছে তারই মাঝে মুখ খুললেন দাদাসাহেব ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসলকর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement