Advertisement
Advertisement
Kantara Chapter 1

কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যবসা! ‘কান্তারা’র প্রতিবাদে জমায়েত ক্ষিপ্ত ‘দৈব উপাসক’দের

'কান্তারা' দেখে মন্দিরে জমায়েত প্রতিবাদী দৈব উপাসকদের।

Daiva Worshippers Complaints against Kantara's Commercialised At Karnataka Shrine
Published by: Sandipta Bhanja
  • Posted:October 9, 2025 1:04 pm
  • Updated:October 9, 2025 1:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কান্তারা’ জ্বরে কাঁপছে গোটা দেশ। দশেরা উপলক্ষে সদ্য মুক্তি পেয়েছে ঋষভ শেট্টি পরিচালিত তথা অভিনীত ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’। আর মাত্র সাত দিনেই ৪৫০ কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। দক্ষিণের পাশাপাশি হিন্দি বলয়ের বক্স অফিসেও অব্যাহত ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর বিজয়রথ। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির মতো এক্ষেত্রেও দর্শক, সিনে সমালোচকরা ঋষভের মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন। দলে দলে প্রেক্ষাগৃহ ভরাচ্ছেন সিনেপ্রেমীরা। তবে ব্যবসার অঙ্কে গোটা বিশ্বে বিজয়রথ ছোটালেও ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ দেখে ক্ষুব্ধ দৈব উপাসকরা। সম্প্রতি কর্ণাটকের এক মন্দিরে রীতিমতো জমায়েত করে প্রতিবাদে গর্জে ওঠেন তাঁরা।

Advertisement

দৈব উপাসকদের অভিযোগ, কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যবসা করছে ঋষভ শেট্টি পরিচালিত তথা অভিনীত এই সিনেমা। খবর, কান্তারার বিরুদ্ধে ‘সাংস্কৃতিক দূষণে’র অভিযোগ তুলে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল তুলুনাড়ুতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবিতে দৈব উপাসক কিংবা দৈব নৃত্যশিল্পীদের চরিত্র চিত্রায়ণ নিয়েই আপত্তি তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, পর্দায় ঈশ্বরের প্রাচীন পূজাপদ্ধতি ‘ধইবর্ধনে’ (ভুটা কোলা) নৃত্যকলা দেখে দর্শকদের একাংশ তাঁকে বিকৃত কিংবা উপহাস করার চেষ্টা করছেন। শোনা যায়, কর্ণাটক এবং কেরলে তুলু ভাষাভাষীর মানুষেরা ঈশ্বরকে তুষ্ট করতে পুজোর সময় এই নৃত্যশৈলী অনুসরণ করেন। আর সিনেমার পর্দায় সেই নৃত্যশৈলী দেখে সেটা অনুকরণ করার চেষ্টা করছেন একাংশ। দিন কয়েক আগে দৈব সাজে কান্তারা দেখতে এসে কটাক্ষের মুখে পড়েছিলেন এক অনুরাগী। এবার ঋষভের সিনেমার বিরুদ্ধে একজোট কর্ণাটকের দৈব উপাসকরা।

Kantara

জানা গিয়েছে, ম্যাঙ্গালুরুর বাজপে-এর কাছে পেরারা ব্রহ্মা বলবন্দি এবং পিলিচন্ডির মন্দিরে ‘দৈবরাধাকস’রা (দৈব উপাসক) সম্মিলিতভাবে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দৈব নর্তন (দেবতার নৃত্য), পাঞ্জুরালি, গুলিগা থেকে পিলিদৈবের মতো দেবতাদের উল্লেখ এবং দৈব আবেশার (ঈশ্বরের ভব) দৃশ্য দেখিয়ে এই ছবিতে প্রাচীন আধ্যাত্মিক অনুশীলনের উপহাস করা হয়েছে। জানা গিয়েছে, দৈব নৃত্যশিল্পী এবং উপাসকরা এই প্রতিবাদী সভায় যোগ দিয়ে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন মন্দিরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ