Advertisement
Advertisement
Zaira Wasim

ধর্মের জন্য বলিউড ত্যাগ! এবার বিয়ে করে চর্চায় ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম

'কবুল হ্যায়' বলে কার সঙ্গে নিকাহ সারলেন পর্দার আমিরকন্যা?

Dangal Actress Zaira Wasim Gets Married, Shares First Pictures
Published by: Sandipta Bhanja
  • Posted:October 18, 2025 9:21 am
  • Updated:October 18, 2025 9:21 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের টানে বলিউড ছেড়েছেন বছর খানেক আগেই। তবে বাণপ্রস্থ অধ্যায়ে একাধিকবার বোরখা, হিজাব পরা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চর্চায় শিরোনামে ঠাঁই পেয়েছেন জায়রা ওয়াসিম। আমির খানের ‘দঙ্গল’ দিয়ে অভিনয় কেরিয়ারে হাতেখড়ি। আর পয়লা সিনেমাতেই বলিউডি লাইমলাইট কেড়ে নিয়েছিলেন দঙ্গলকন্যা। তবে ২০১৯ সালে আচমকাই ধর্মের দোহাই দিয়ে অভিনয়কে ‘আলবিদা’ জানান জায়রা। এবার অভিনয় ছাড়ার বছর পাঁচেকের মাথায় বিয়ে করে ফের চর্চায় জায়রা ওয়াসিম।

Advertisement

শুক্রবার রাতে সকলকে চমকে দিয়ে বিয়ে করার কথা জানালেন জায়রা। সোশাল মিডিয়ায় দুটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল, বরের সঙ্গে কনেবেশে জায়রা ওয়ালিমকে। পরনে লাল রঙের বিয়ের পোশাক। আর পাত্রের গায়ে দেখা গেল ঘিয়ে রঙের কাশ্মীরি শাল। চাঁদকে সাক্ষী রেখে জীবনের নতুন ইনিংস শুরু করার ঝলক দেখালেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী। আরেক ছবিতে মেহেন্দি পরা হাতে নিকাহনামায় সই করতেও দেখা গেল তাঁকে। ক্যাপশনে লেখা- ‘কবুল হ্যায়।’ কিন্তু কার প্রস্তাব ‘কবুল’ করেছেন অভিনেত্রী? তা প্রকাশ্যে আনেননি। অভিনেত্রীর সোশাল মিডিয়া পোস্টে শুভেচ্ছার জোয়ার।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা। পরে আবার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান। ২০১৯ সালে আচমকাই অভিনয় জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন জায়রা। বিবৃতি দিয়ে লেখেন, “অভিনয় করা মুসলিম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ‘ইমান’ এতে আঘাতপ্রাপ্ত হয়। যেই মূহূর্তে ইমানকে অমান্য বা অবমাননা করা হয়, ঠিক তখনই আমার সঙ্গে আমার ধর্মের সম্পর্কও বারবার সংকটাপন্ন অবস্থায় চলে আসে।… তাই আমি বিদায় নিচ্ছি অভিনয় থেকে।” তবে অভিনয়কে বিদায় জানালেও অনুরাগীরা সোশাল মিডিয়ায় তাঁর গতিবিধির উপর নজর রাখেন বরাবর, এবার বিয়ে করে ফের একবার চর্চার শিরোনামে জায়রা ওয়াসিম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ