ছবি: ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ সালের ডিসেম্বর মাসে সৌরভ দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দর্শনা বণিক। দীর্ঘ দিন বাদে টলিপাড়ার বিগ ফ্যাট ওয়েডিংয়ের সাক্ষী ছিল গোটা শহর। ভিন্টেজ রোলস রয়্যালসে চড়িয়ে দর্শনাকে বাড়িতে নিয়ে এসেছিলেন সৌরভ। ভাত-কাপড়ের দিনও স্ত্রী’র পা ছুঁয়ে প্রণাম করে সাম্যের বার্তা দিয়েছিলেন অভিনেতা। তারকাজুটির এলাহি বিয়ের প্রতিটা মুহূর্ত ছিল নেটপাড়ার আতসকাচে! অনেকে সেসময়ে মন্টু পাইলট-এর চরিত্র বিশ্লেষণ করে সংসার ভাঙার ভবিষ্যদ্বাণীও করেছিলেন। কিন্তু শত্তুরের মুখে চাই দিয়ে হইহই করে দেড় বছর সুখী দাম্পত্য যাপন করছেন সৌরভ-দর্শনা। এদিকে দুষ্টু-মিষ্টি তারকাদম্পতির দুই থেকে তিন হওয়ার অধীর অপেক্ষায় অনুরাগীরা। তাঁরা কী চাইছেন? মুখ খুললেন দর্শনা বণিক।
সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই সন্তানের পরিকল্পনা নিয়ে মুখ খোলেন দর্শনা। শ্রীময়ীর প্রশ্নের উত্তরে অভিনেত্রীকে সায় দিয়ে বলতে শোনা যায়, “সন্তানের পরিকল্পনা অবশ্যই রয়েছে, বিয়ে যখন করেছি। আমি আর সৌরভ দুজনেই বাচ্চা খুব ভালোবাসি। এবং আমাদের নিজেদের যে একটা পরিবার হবে, সেই পরিকল্পনাও রয়েছে।” সেই সাক্ষাৎকারেই সঞ্চালক শ্রীময়ী প্রশ্ন ছোড়েন, সন্তান হলে কি টলিউডে কাজ হারানোর ভয় কাজ করে? বর্তমান আবহে এমন প্রশ্ন অমূলক নয়। কারণ দীপিকা পাড়ুকোনও মা হওয়ার পর ৮ ঘণ্টা শিফটের শুটিংয়ের দাবি রেখে বাদ পড়েছেন বিগ বাজেট দক্ষিণী ছবি থেকে। যা নিয়ে বিতর্ক বর্তমানে তুঙ্গে! তা দর্শনার কী জবাব এপ্রসঙ্গে? অভিনেত্রীর স্পষ্ট উত্তর, “মেয়েদের খুব সহজেই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এই অভিনেত্রী বিয়ে করছে, সরিয়ে দাও। ওর সন্তান হল, মা হয়েছে, সরিয়ে দাও! বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু অনেক আগেই এটা ভেঙে দিয়েছেন। বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তাই করছেন। দুই সন্তান সামলে সব কাজ ম্যানেজ করছেন। এই বম্বে যাচ্ছেন, তো কাল আবার ওখানে শো করছেন, আবার শুটিং করছেন, প্রোডাকশনের কাজ সামলাচ্ছেন। আমার মনে হয়, মেয়েরা নিজে চাইলে আর ডাক্তার অনুমতি দিলে, নারীরা সব পারে।” তাহলে কি খুব শিগগিরিই সৌরভ-দর্শনার সংসার আলো করে খুদে সদস্য আসছে? সেই উত্তর যদিও অধরা!
প্রসঙ্গত, সৌরভ বর্তমানে যিশু সেনগুপ্তর সঙ্গে যৌথ উদ্যোগে মুম্বইতে প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন। তাঁদের বন্ধুত্ব টলিপাড়ায় সর্বজনবিদিত। যে সংস্থার নাম ‘হোয়াই সো সিরিয়াস’। জানা গেল, মহেশ ভাটের ‘আর্থ’ সিনেমাটিকে বাংলা সংস্করণে উপহার দিতে উদ্যোগী তাঁরা। মেন্টর হিসেবে ভাট সাহেবকেও পাশে পেয়েছেন। এদিকে দর্শনা বণিকও বিক্রম ভাটের হিন্দি সিনেমায় মুখ্য নায়িকার চরিত্রে অভিনয় করছেন। সব মিলিয়ে জুটিতে বেজায় ব্যস্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.