সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিককালে দিল্লির রাজপথ থেকে পথকুকুরদের সরিয়ে দেওয়ার বিষয়ে শীর্ষ আদালতের রায়কে ঘিরে উত্তাল হয়েছিল দেশ। দেশের নানা প্রান্তের পশুপ্রেমীরা গর্জে উঠেছিলেন। বাদ যায়নি কলকাতাও। আমজনতা থেকে তারকা সকলেই পথে নেমেছেন। এই আবহে আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। বহুদিন ধরেই তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’র মাধ্যমে নানা উদ্যোগ নিয়ে এসেছেন। এবার ফের পথকুকুরদের জন্য অভিনেত্রী নিলেন বিশেষ এক উদ্যোগ।
বিশিষ্ট অভিনেত্রী ও সমাজকর্মী দেবশ্রী রায়ের উদ্যোগে শুক্রবার, ৫ সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে আয়োজিত হতে চলেছে এক বিশেষ অনুষ্ঠান। এদিন একটি মিউজিক্যাল শো’র আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ মূলত ব্যবহার করা হবে অবলা পশুদের সাহায্যার্থে। ‘ওদের পাশে আমরা’ শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে পথপশুদের চিকিৎসা, তাদের ওপর হয়ে চলা অত্যাচারের প্রতিকার, এমন অনেক কিছু নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন দেবশ্রী রায় ও তাঁর প্রতিষ্ঠান। এদিন এই ‘ফান্ড রেজিং’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, সৌমিত্র রায়, সৈকত মিত্র, স্বপন বসু, অঙ্কিতা প্রমুখ। বিশেষ অতিথি শতাব্দী রায়, সব্যসাচী চক্রবর্তী। দেবশ্রী রায় নিজেও ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, সব্যসাচী চক্রবর্তী বহুদিন ধরেই দেবশ্রী রায়ের সংস্থার সঙ্গে সংযুক্ত।
এর আগেও বহুবার নানা কটাক্ষ ধেয়ে এসেছে সারমেয়দের পাশে দাঁড়াতে গিয়ে অভিনেত্রীর দিকে। তবে সেসবে একেবারেই কর্ণপাত না করে তিনি চলেছেন নিজের ছন্দে। নিজের কাজ এবং অবলাদের জন্য নানা উদ্যোগ নিয়ে সেই কাজে সফল হয়ে বারবার কটাক্ষকারীদের বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন দেবশ্রী। গত পুজোয় ‘শাস্ত্রী’ ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে। আগামীতে পরিচালকের জুতোতে তিনি পা গলাতে চলেছেন বলেও গুঞ্জন। যদিও এই বিষয়ে মুখ খোলেননি দেবশ্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.