Advertisement
Advertisement
Debleena Dutta

একত্রবাসের গুঞ্জন! এবার হেঁশেলে ‘আরও কাছাকাছি’ সৌম্য-দেবলীনা, বিয়ে করলেন নাকি?

কৌতূহলীদের প্রশ্ন, রন্ধনের সুবাদে কি নতুন বন্ধন তৈরি হল?

Debleena Dutta, Soumya Banerjee's new Ad shoot with Nandita-Shiboprosad
Published by: Sandipta Bhanja
  • Posted:September 4, 2025 8:10 pm
  • Updated:September 4, 2025 8:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবলীনা দত্তের সম্পর্কের গুঞ্জন নতুন নয়! টলিপাড়ার প্রিমিয়ার থেকে হাইপ্রোফাইল অনুষ্ঠানে মাঝেমধ্যেই একফ্রেমে ধরা দেন যুগল। তাঁরা নাকি ‘বিশেষ বন্ধু’। একাংশ তো আবার নেটভুবনে তাঁদের সাতপাক ঘুরিয়েও ফেলেছেন! কখনও বা আবার শোনা গিয়েছে তাঁদের একত্রবাসের গুঞ্জন। তবে নিজেদের নিয়ে এহেন জল্পনা-কল্পনায় কিন্তু বিন্দুমাত্র বিচলিত নন সৌম্য-দেবলীনা। বরং অধিকাংশ সময়ে এসব শুনে হেসে উড়িয়ে দিয়েছেন তাঁরা। তবে এবার গুঞ্জন, হেঁশেলে নাকি একে-অপরের ‘কাছাকাছি’ সৌম্য-দেবলীনা! খবর ফাঁস হতেই কৌতূহলীদের প্রশ্ন, ‘রন্ধনে কি নতুন বন্ধন তৈরি হল?’

Advertisement

ব্যাপারটা ঠিক কী? আসলে বৃহস্পতিবার নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ডেরায় হাজির হয়েছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। এবং অবশ্যই সেটা নতুন কাজের জন্য। এক খাদ্যপ্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ভিডিওর ‘মুখ’ তাঁরা। সেই প্রেক্ষিতেই জিনিয়া সেনের ভাবনায় নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ধরা দিলেন তাঁরা। উল্লেখ্য, এই প্রথমবার পর্দায় একসঙ্গে ধরা দেবেন সৌম্য-দেবলীনা। আর খাবারের বিজ্ঞাপন যখন, তখন রকমারি পদ তো থাকবেই। আগত অতিথি সৌম্যর জন্য ধোকার ডালনা, চিংড়ি মালাইকারি থেকে মাটন কষা সবটাই নিজের হাতে সুগৃহিনীর মতো সাজিয়ে দিলেন দেবলীনা। আর এই বিজ্ঞাপনে তাঁর শাশুড়ির ভূমিকায় অলকানন্দা গুহ। রয়েছেন অনির্বাণ চক্রবর্তীও।

উইন্ডোজ-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে নিজেদের সম্পর্কের গুঞ্জন নিয়ে উপহাস করতেও ছাড়লেন না সৌম্য-দেবলীনা। ‘হামি’র পর উইন্ডোজ-এর ব্যানারে দ্বিতীয় কাজ দেবলীনা দত্তর। অভিনেত্রীর কথায়, “সৌম্যর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব। এই সমীকরণ নিয়ে নতুন কিছু বলার নেই। লোকজন তো আমাদের রীতিমতো একত্রবাস থেকে বিয়েও দিয়ে ফেলেছেন!” অন্যদিকে, সৌম্য জানিয়েছেন, রকমারি আমিষ পদ থাকলেও তিনি নিরামিশাষী। সেক্ষেত্রে খাবার চেখে দেখার দায়িত্ব বর্তেছে খাদ্যরসিক ‘একেনবাবু’র উপর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ