Advertisement
Advertisement
Deepika Padukone

বাবা প্রকাশ পাড়ুকোনের জন্মদিনে সেরা উপহার, ব্যাডমিন্টন স্কুল খুললেন দীপিকা

বাবার জন্মদিনে সেরা ঘোষণা, এবার কি ব্যান্ডমিন্টন শেখাবেন দীপিকা?

Deepika launches badminton school on father Prakash Padukone's 70th birthday
Published by: Sandipta Bhanja
  • Posted:June 10, 2025 12:36 pm
  • Updated:June 10, 2025 3:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি জানিয়ে চর্চার শিরোনামে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন তাঁকে নিয়ে ‘দড়ি টানাটানি’, তখন দীপিকা ব্যস্ত নতুন ভেঞ্চার নিয়ে। মঙ্গলবার বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে বড় ঘোষণা করে ফেললেন অভিনেত্রী। নতুন ব্যাডমিন্টন স্কুল উদ্বোধন করলেন। যে পরিবারের শয়নে-স্বপনে, শ্বাস-প্রশ্বাসে শুধুই ব্যান্ডমিন্টন, সেই পরিবারের মেয়ে হিসেবে দীপিকা যে বাবাকে তাঁর জন্মদিনের সেরা উপহারটা দিয়ে দিয়েছেন, তা বলাই বাহুল্য। স্কুলের নাম- ‘পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন’।

Advertisement

মডেল হিসেবে ইনিংস শুরুর আগে ‘শাটলার’ হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন দীপিকা। তবে পরবর্তীতে নানা বিজ্ঞাপনে কাজ করার পর গ্ল্যামারদুনিয়ার স্পটলাইট কেড়ে নেন তিনি। বর্তমানে বলিউডের সবথেকে ‘দামি’ অভিনেত্রী তিনি। যেমন তাঁর আকাশছোঁয়া পারিশ্রমিক, তেমন কাজের ক্ষেত্রেও কোনও অভিযোগ রাখেন না। মঙ্গলবার ইনস্টাগ্রামে বাবার প্রকাশের সঙ্গে ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিলেন দীপিকা পাড়ুকোন। ব্যাডমিন্টন স্কুল খোলার সুখবর দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘যেহেতু ব্যাডমিন্টন খেলার পরিবেশে বড় হয়েছি, তাই নিজের চোখে দেখেছি যে, এই খেলাটি কারও জীবনকে শারীরিক-মানসিক, এমনকী আবেগের দিক দিয়ে কতটা প্রভাবিত করতে পারে। এই পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টনের (পিএসবি) মাধ্যমে, আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে ব্যাডমিন্টন খেলার আনন্দ এবং শৃঙ্খলা পৌঁছে দিতে চাই। এবং নতুন প্রজন্মকে আরও স্বাস্থ্য সচেতন, মনোযোগী এবং খেলাধুলায় অনুপ্রেরণা জোগাতে চাই।’ সেই পোস্টেই বাবার উদ্দেশে দীপিকার আবেগঘন বার্তা, বাবা, যাঁরা তোমাকে ভালো করে চেনেন, ‘তাঁরা জানেন এই খেলা নিয়ে তোমার আবেগ কীরকম। ৭০ বছর বয়সেও তুমি খাও, ঘুমাও এবং শ্বাস নাও ব্যাডমিন্টনের মাধ্যমেই। আর আমি তোমার আবেগকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজ থেকে ব্যাডমিন্টন সকলের জন্য। শুভ জন্মদিন।’

অভিনেত্রীর শেয়ার করা বিবৃতিতে জানানো হয়েছে, ফি বছর পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন ৭৫টি করে সেন্টার খুলবে। আগামী ২০২৭ সালের মধ্যে আড়াইশোটি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র খোলার ঘোষণা করেছেন দীপিকা। যদিও বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, জয়পুর, পুনে, নাসিক, মাইসুরু, পানিপথ, দেরাদুন, উদয়পুর, কোয়েম্বাটোর, সাংলি এবং সুরাট-সহ ভারতের ১৮টি শহরে ৭৫টিরও বেশি ব্যাডমিন্টন স্কুল রয়েছে প্রকাশ পাড়ুকোনের উদ্যোগে। যোগ্য উত্তরসূরী হিসেবে এবার বাবার সেই স্বপ্নকেই এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী দীপিকা পাড়ুকোন।

দীপিকা একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যদি অভিনেত্রী না হতেন, তাহলে মডেল হতেন, আবার তিনি যদি মডেল নাও হতেন, তাহলে অবশ্যই ব্যাডমিন্টন প্লেয়ার হতেন। মডেলিং ও অভিনয় তাঁর এখনকার প্রেম হলেও, ব্যাডমিন্টন যে তাঁর প্রথম প্রেম, তা একাধিকবার স্বীকার করেছেন দীপিকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ