Advertisement
Advertisement
দীপিকা-ক্যাটরিনা

বড়পর্দায় একসঙ্গে ক্যাটরিনা-দীপিকা! ছবির নাম জানেন?

সম্পর্কের বরফ গলাতে উদ্যোগী রানি মুখোপাধ্যায়!

Deepika Padukone and Katrina Kaif can feature in a film
Published by: Bishakha Pal
  • Posted:November 24, 2019 1:44 pm
  • Updated:November 24, 2019 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফের মধ্যে এখন আর সম্পর্ক আদায়-কাঁচকলায় নয়। বরং অতীতের তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে এবার বন্ধুত্বের দিকে নজর দিয়েছেন দু’জনে। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের জেরে তাঁদের মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছিল, তা এবার স্বাভাবিকের পথে। সব যদি ঠিক থাকে, তাহলে হয়তো একসঙ্গে অভিনয় করতেও দেখা যাবে তাঁদের। অন্তত রানি মুখোপাধ্যায়ের হাতে রাশ থাকলে তিনি বোধহয় তাই করতেন। এমনকী রানি তো ছবির নামও ভেবে রেখেছেন।

Advertisement

ছবির নাম ‘চার্লিস অ্যাঞ্জেল’। হলিউডের এই ছবির যদি রিমেক হয়, আর তার কাস্টিংয়ের দায়িত্ব যদি বর্তায় রানির ঘাড়ে, তাহলে দীপিকা ও ক্যাটরিনাকেই কাস্ট করতে চান তিনি। কিন্তু হঠাৎ এমন অদ্ভুত খেয়াল কেন এল রানির মাথায়? অভিনেত্রী জানিয়েছেন, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনার অ্যাকশন তাঁর ভাল লেগেছে। আর দীপিকা পাড়ুকোন তো অ্যাকশন ফিল্মের জন্যই তৈরি হয়েছেন। তাই ‘চার্লিস অ্যাঞ্জেল’-এ তাঁদের একসঙ্গে মানাবে ভাল।

[ আরও পড়ুন: আসছে ‘কাহানি’র প্রিক্যুয়েল, বিদ্যার বিপরীতে থাকছেন এই অভিনেতা! ]

দীপিকার সঙ্গে ক্যাটরিনার সমস্যা মিটতে শুরু করে দীপিকা-রণবীরের রিসেপশনের পার্টিতে। সেখানে নিমন্ত্রিত হয়েছিলেন ক্যাট। বিয়েতে নিমন্ত্রিত হননি বলে করণ জোহরের শোয়ে একবার দুঃখপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু মুম্বই রিসেপশনের নিমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন ক্যাট। এমনকী অনুষ্ঠানের দিন শাড়িতে সেজে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েও আসেন তিনি। শোনা যায়, ক্যাটরিনা ও দীপিকার মধ্যে ঠান্ডা লড়াই মেটাতে নাকি অনুঘটকের কাজ করেছিলেন রণবীর সিং। তিনিই নাকি উদ্যোগী হয়ে দীপিকাকে বুঝিয়েছিলেন আর ক্যাটরিনাকে নিমন্ত্রণ করেছিলেন। সে যাই হোক, সব যে ভালয় ভালয় মিটে গিয়েছে, তাতেই খুশি সিনেপ্রেমীরা। আর এবার যদি এই দুই অভিনেত্রীকে একসঙ্গে পর্দায় দেখা যায়,  তাহলে দর্শকদের জন্য তো উপরি পাওনা!

[ আরও পড়ুন: ক্ষুধার্ত শিল্পীর ক্ষোভই যখন প্রতিবাদের হাতিয়ার, দেখাবে কমলেশ্বরের ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’ ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement