Advertisement
Advertisement
Deepika Padukone Ranbir Kpaoor

বিমানবন্দরে রণবীর কাপুরকে দেখেই জড়িয়ে ধরলেন দীপিকা, লেন্সবন্দি প্রাক্তন জুটির ‘অন্তরঙ্গ মুহূর্ত’

সঙ্গে নেই আলিয়া কিংবা রণবীর সিং! কোথায় উড়ে গেলেন প্রাক্তন জুটি?

Deepika Padukone and Ranbir Kapoor hug at airport, Watch
Published by: Sandipta Bhanja
  • Posted:October 4, 2025 11:49 am
  • Updated:October 4, 2025 11:49 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সাতসকালে মুম্বই বিমানবন্দরে লেন্সবন্দি ‘ব্লকবাস্টার মুহূর্ত’। বলিউডের একসময়কার বহুল চর্চিত জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। বর্তমানে যদিও তাঁরা যে যাঁর সংসার-সন্তান নিয়ে ব্যস্ত, তবে রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে চর্চা আজও জারি। শনিবার সেই প্রাক্তন জুটিকেই খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল বিমাবন্দরে।
পাপারাজ্জিরাও সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি।

Advertisement

কথায় বলে, সময় সব ক্ষততে মলমের প্রলেপ দিয়ে দেয়। এদিন বিমানবন্দরে রণবীর-দীপিকার সাক্ষাতে আরও একবার সেকথাস প্রমাণ হল। যে প্রেমিকা প্রেমিকের নাম শরীরে খোদাই করেছিলেন, বিচ্ছেদ যন্ত্রণা সইতে না পেরে সিনেমার প্রোমোশনেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, সেই তিনিই এবার প্রাক্তন রণবীর কাপুরকে দেখে জড়িয়ে ধরলেন। শুধু তাই নয়, বিমানবন্দরের ইলেকট্রিক শাটল থামিয়ে রীতিমতো হাসিমুখে কুশল-মঙ্গল বিনিময় করলেন রণবীরের সঙ্গে। ভাইরাল এক ভিডিওতে দেখা গেল, রণবীর গাড়ি থেকে নেমে সদ্য বিমানবন্দরে পা দিয়েছেন। সেসময়েই দেখতে পান দীপিকা ইলেকট্রিক শাটলে চড়ে যাচ্ছেন। প্রাক্তনকে দেখেই গাড়িয়ে থামিয়ে প্রথমে তাঁকে আলিঙ্গন করেন দীপিকা। তারপরই পাশের আসনে বসতে বলেন অভিনেত্রী। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ভাইরাল হতেই শোরগোলের অন্ত নেই ভক্তমহলে। কেউ নতুন সিনেমার আশায় বুক বেঁধেছেন তো কেউ বা আবার পুরনো প্রেম খোঁজার গন্ধ পেলেন! কারও কারও দাবি, রণবীর-দীপিকা সম্ভবত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সিক্যুয়েলের জন্যই একসঙ্গে কোথাও যাচ্ছেন।

ব্রেকআপের পর কাপুর-নন্দন এবং দীপিকা, দু’জনেই কাজের ক্ষেত্রে পেশাদারি মনোভাব বজায় রেখেছেন। ব্যক্তিগত জীবনের আবেগ কখনওই তাঁদের কাজের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। আর তাই ‘তামাশা’ হোক কিংবা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ প্রত্যেক ছবির শুটিং সেটেই তাদের পেশাদারিত্ব প্রতিফলিত হয়েছে। প্রসঙ্গত, মাসখানেক আগেই জানা গিয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় এক ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সেইজন্যেই হয়তো এই উড়ান! নাকি সত্যিই কোনও নতুন ছবিতে দেখা যাবে তাঁদের? উত্তর লুকিয়ে সময়ের গর্ভেই!

উল্লেখ্য, বনশালির ছবিতে আলিয়া ভাট, রণবীর কাপুরের পাশাপাশি ভিকি কৌশলও রয়েছেন। ‘সঞ্জু’ সিনেমার সময় থেকেই প্রাক্তন ক্যাটরিনার স্বামীর সঙ্গে ভালো বন্ধুত্ব রণবীরের। এদিকে দীপিকা পাড়ুকোনের প্রাক্তন হলেও তাঁর স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন রণবীর কাপুর। যে কোনও অনুষ্ঠানে দেখা হলে আড্ডা দিতেও দেখা যায় তাঁদের। অন্যদিকে রণবীর সিংয়ের সঙ্গেও কাপুরবধূ আলিয়া ভাটের দারুণ বন্ধুত্ব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ