Advertisement
Advertisement
Deepika Padukone

‘দ্য ইন্টার্ন’ ছবির রিমেকে অন্য ভূমিকা, ৮ ঘণ্টা কাজ বিতর্কের মাঝে বড় সিদ্ধান্ত দীপিকার!

মা হওয়ার পর থেকে কেরিয়ারটা অন্যভাবে গোছাতে চাইছেন রণবীরঘরনি।

Deepika Padukone decides to quit 'The Intern' remake amidst 8 hour work shift row
Published by: Sucheta Sengupta
  • Posted:August 11, 2025 1:20 pm
  • Updated:August 11, 2025 2:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের সময় নিয়ে বলিউডে বিতর্ক অব্যাহত। ৮ ঘণ্টার বেশি শুটিং নয়, বি টাউনের ‘মস্তানি’ গার্ল দীপিকা পাড়ুকোনের এই দাবি ঘিরে রীতিমতো সরগরম শিল্পীমহল। কেউ তাঁকে সমর্থন জানিয়েছেন, কেউ আবার শুটিংয়ের সময় বেঁধে ফেলার ঘোর বিরোধী। এসবের মাঝে এবার নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রণবীরঘরনি। যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

Advertisement

জানা যাচ্ছে, ‘দ্য ইন্টার্ন’ সিনেমার রিমেকে অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। অভিনয়ের বদলে প্রযোজনায় মন দিচ্ছেন দীপিকা। মুম্বইয়ের সংবাদসংস্থা ‘মিড ডে’ সূত্রে এই খবর জানা গিয়েছে। আর এতেই প্রশ্ন উঠছে, তবে কি অভিনয়কে এখন বিদায়ই জানাচ্ছেন বলিউডের ‘শান্তি’? রুপোলি পর্দায় আর কি তাঁর জাদু দেখা যাবে না? তাঁর কেরিয়ারের কথা ভেবে এখনই মনখারাপ অনুরাগীদের।

সদাহাস্যময় দীপিকা।

দীপিকার অভিনয় কেরিয়ার নিয়ে ঠিক কী জানা যাচ্ছে? ‘মিড ডে’ সূত্রে খবর, ২০১৫ সালের হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক হচ্ছে। রবার্ট ডি নিরো এবং অ্যান হ্যাথওয়ে অভিনীত সিনেমায় বলিউডের ঋষি কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনয় করেছিলেন। ঋষি কাপুরের প্রয়াণের পর রিমেকে তাঁর অভিনীত চরিত্রটির জন্য বিগ বি-কে নেওয়া হয়েছে। রিমেকে অভিনয় করার কথা ছিল দীপিকারও। কিন্তু শোনা যাচ্ছে, সিনেমায় অভিনয়ের চেয়ে প্রযোজনায় বেশি আগ্রহী তিনি। নির্মাতাদের সেকথাই জানিয়েছেন রণবীরঘরনি। উলটে তাঁর ইচ্ছা, নিজের প্রযোজনা সংস্থা KA প্রোডাকশন থেকে  এককভাবে ছবিটি তৈরি করার। 

‘সিংহম এগেন’ সিনেমায় পুলিশ অফিসার দীপিকা।

আসলে সদ্যই মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। মেয়ে দুয়াকে নিয়ে এখন বেশি ব্যস্ততা বলি নায়িকার। মা হওয়ার আগেই ‘সিংঘম এগেইন’ সিনেমায় শেষবার দেখা গিয়েছিল দীপিকাকে। পরে ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং প্রজেক্ট ‘স্পিরিট’-এ নায়িকা হিসেবে তাঁর বড় পর্দায় অবতীর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু ৮ ঘণ্টার বেশি কাজ করতে নারাজ রণবীরঘরনি। ব্যক্তিগত ও পেশাগত জীবনের সুন্দর ভারসাম্য বজায় রাখতেই তাঁর এই সিদ্ধান্ত। এবং তাতেই অনড় তিনি। এনিয়ে দ্বন্দ্বের জেরে ‘স্পিরিট’ থেকে নিজেই সরে দাঁড়ান দীপিকা। তাঁর বদলে ওই সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে। আর এবার ‘দ্য ইন্টার্ন’ ছবিতে অভিনয়েও অনিচ্ছা প্রকাশ করলেন বলিউডের ‘পিকু’। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ