Advertisement
Advertisement
Ranveer Singh Deepika padukone

ভুলেছিলেন রণবীরের জন্মদিন! স্বামীর মন গলাতে জানেন দীপিকা কী করলেন?

দীপিকার কাণ্ড দেখে নেটিজেনরা হতবাক।

Deepika Padukone Gives a Shoutout to Hubby Ranveer Singh Days After Skipping A Birthday Post For Him| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 8, 2023 2:32 pm
  • Updated:July 8, 2023 2:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন স্ত্রী! দীপিকার এমন কাণ্ডে হইচই পড়ে গিয়েছিল বলিপাড়ায়। নিন্দুকরা সঙ্গে সঙ্গে তিল থেকে তাল করে ফেলল। রণবীরকে জন্মদিনে শুভেচ্ছা না করে, দীপিকা যেন ইঙ্গিতটাই দিয়ে ফেললেন সংসার ভাঙনের। অন্তত, বলিপাড়া তেমনই মনে করছে। সংসার ভাঙনের গুঞ্জনে ইতি দিতে এবার নিজেই মাঠে নামলেন দীপিকা। তবে স্পষ্ট নয়, ইঙ্গিতেই বুঝিয়ে দিলেন, রণবীরই তাঁর কাছে সব।

Advertisement

[আরও পড়ুন: ‘নবনীতাকে সিঁদুর পরানোর সময়ে হাত কাঁপছিল…’! জিতুর পুরনো ভিডিও নিয়ে শোরগোল]

তা এবার কী করলেন দীপিকা?

সম্প্রতি ভোগ ম্যাগাজিনের জন্য বিশেষ ফটো শুট করেছেন রণবীর আর সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ দীপিকা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। আলিয়া ভাট থেকে শুরু করে সারা আলি খান, গোটা বলিউড রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিল। কিন্তু এত শুভেচ্ছার মাঝে নজরে পড়ল না দীপিকার শুভেচ্ছা। তাহলে কি কাজের ব্যস্ততার মাঝে দীপিকা, রণবীরের জন্মদিনটাই ভুলে গেলেন! নাকি দুজনের সম্পর্কে তিক্ততা বাড়ল? এমনই জল্পনা বলিউডে।

দুজনের সম্পর্ক নিয়ে এমন জল্পনা প্রথম নয়। এর আগেও বহুবার প্রকাশ্য়ে এসেছে দীপিকা ও রণবীরের ভাঙনের খবর। তবে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ দুজনে।

[আরও পড়ুন: ‘পুরুষ মাস্টারমশাইরা একযোগে আমাকে কোণঠাসা করেন’, বিস্ফোরক গায়িকা সাহানা বাজপেয়ী]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ