Advertisement
Advertisement
Deepika Padukone

বিমানবন্দরে ছোট্ট দুয়াকে দেখেই ক্যামেরা তাক পাপারাজ্জিদের, চটে গিয়ে কী করলেন দীপিকা?

আগামী ৮ সেপ্টেম্বর তাঁদের সন্তান দুয়ার একবছর পূর্ণ হবে।

Deepika Padukone Loses Cool, Snaps At Fan Recording Her Daughter Dua At Airport
Published by: Arani Bhattacharya
  • Posted:August 25, 2025 5:05 pm
  • Updated:August 25, 2025 5:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও অবধি মেয়ের জন্মের পর থেকে তার ছোট্ট দু’খানি পায়ের ছবি ছাড়া আর কোনও ছবি পোস্ট করেননি সেলেব দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। আগামী ৮ সেপ্টেম্বর তাঁদের সন্তান দুয়ার একবছর পূর্ণ হবে। এই গোটা একটা বছরে একবারের জন্যেও মেয়ের কোনও ছবি নিজেরা সোশাল মিডিয়ায় পোস্ট করা তো দূর সংবাদমাধ্যম বা পাপারাজ্জিদের ক্যামেরার সামনে কখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা।

Advertisement

কিন্তু এত সাবধানতার পরেও মেয়ের ছবি ফাঁস হয়ে যায় সোশাল মিডিয়ায় যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন তারকাদম্পতি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে দেখা যাচ্ছিল দীপিকার কলে বসে রয়েছে ছোট্ট দুয়া। এমন ঘটনায় মেজাজ হারান দীপিকা। দুয়ার ভিডিও ক্যামেরাবন্দি করছেন যে ব্যক্তি তাঁকে দীপিকা বলেন ক্যামেরা বন্ধ করতে। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও।

এই ভিডিও দেখে দীপিকার অনুরাগীরাও বেশ ক্ষুব্ধ। এক অনুরাগী আবার এই নিয়ে নিন্দায় মুখর হন। কমেন্ট করেন ‘মা-বাবার সিদ্ধান্তকে সম্মান করতে শিখুন।’ কেউ লিখেছেন, ‘দীপিকা প্রথম থেকেই সন্তানকে ক্যামেরার সামনে আনতে চান না। তাহলে কেন এরকম করছেন?’ আবার কেউ অত্যন্ত বিরক্তির সঙ্গে মন্তব্য করেছেন, ‘এই ভিডিওটি এখুনি সোশাল মিডিয়া থেকে নামিয়ে নিন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ