Advertisement
Advertisement
Deepika Padukone

ব্র্যাড পিটের ‘প্রেমে’ তোলপাড় দীপিকার হৃদয়! কী লিখলেন সোশাল মিডিয়ায়?

হঠাৎ কী হল নায়িকার?

Deepika Padukone post in instagram about brad pit
Published by: Arani Bhattacharya
  • Posted:June 29, 2025 5:23 pm
  • Updated:June 29, 2025 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সকালে হঠাৎই হলিউডের কিংবদন্তি অভিনেতা ব্র্যাড পিটকে খোলা চিঠি লিখলেন বলিউডের দাপুটে নায়িকা দীপিকা পাড়ুকোন। আর দীপিকার এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে তিনি ব্র্যাড পিটের একজন বড় অনুরাগী বাকি আর পাঁচজন সিনেপ্রেমীর মতোই।

সদ্য মুক্তি পেয়েছে ব্র্যাড পিটের নতুন ছবি ‘এফ১’। ২৭ জুন ছবি মুক্তির পর ঠিক তিনদিনের মাথায় দীপিকার পোস্ট দেখে মনে হতে বাধ্য যে, এই ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন দীপিকা। আর তাই নিজের আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী। ঠিক কি লিখেছেন দীপিকা ওই পোস্টে? এদিন দীপিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘ব্র্যাড পিট। নামটাই যথেষ্ট। ব্যস এটুকুই। এটাই আজকের পোস্ট।’

‘টপ গান: মাভেরিক’ খ্যাত হলিউডের পরিচালক জোসেপ কইনোসকির পরিচালনায় এই ‘এফ১’ ছবিতে অভিনয় করেছেন ব্র্যাড পিট। এই ছবিতে সনি হায়েস চরিত্রে অভিনয় করেছেন তিনি। যেখানে তাঁকে দেখা যাবে ফর্মুলা ওয়ান গেমে অংশ নেওয়া গাড়ির একজন চালকের ভূমিকায়। প্রায় তিরিশ বছর পর স্পোর্টস ড্রামায় এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রত্যাবর্তন ঘটল ব্র্যাড পিটের। আর তাতেই রীতিমতো মুগ্ধ দীপিকা।

ইতিমধ্যেই এই ছবির একটি জমকালো প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছিল লন্ডনে। সেখানে এই ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন হলিউডের আরও এক কিংবদন্তি অভিনেতা টম ক্রুজ। এছাড়াও ছিলেন হলিউডের বিশিষ্টজনেরা। যাঁরা সনি হায়েস চরিত্রে ব্র্যাড পিটকে দেখে মুগ্ধ হয়েছেন। শুধু তাই নয় অভিনেতার ফিল্মিদুনিয়ায় এই প্রত্যাবর্তনে তাঁরা রীতিমতো আনন্দিতও।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement