Advertisement
Advertisement
Deepika Padukone

উফ! নাভির এতটা নিচে কাপড়! দীপিকার এক ছবিতেই কাত নেটদুনিয়া

স্ত্রীর এমন রূপ দেখে কী বললেন রণবীর?

Deepika Padukone turns up the hit by this picture | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 31, 2023 6:35 pm
  • Updated:July 31, 2023 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ ছবিতে গেরুয়া বিকিনি পরেছিলেন। তা নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছিল। কট্টরপন্থীদের রোষানলে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে এতে দমবার পাত্রী নন বলিউডের ‘মস্তানি’। এবার এক ছবিতেই নেটদুনিয়ায় আগুন ধরিয়ে দিলেন তিনি।

“এক সময়ের গল্প…খুব আগে নয় যদিও”, ক্যাপশনে একথা লিখেই ছবিটি আপলোড করেছেন দীপিকা। ছবিতে সাদা-কালো বিকিনি টপ পরে রয়েছেন অভিনেত্রী। আর নিম্নাঙ্গে জড়ানো স্কার্ট জাতীয় কাপড় যা নাভির অনেকটা নিচে নামিয়েই যেন মেদ পরীক্ষা করছিলেন বলিউড সুন্দরী। কিন্তু মেদের ছিঁটেফোটাও তাঁর শরীরে ছিল না।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: হলুদ শিফন শাড়িতে রাস্তায় শার্লিন, পুরুষদের ডেকে বক্ষবিভাজিকায় ঢালতে বললেন জল!]

অভিনেত্রীর এই আগুনে রূপ দেখেই চোখ কপালে নেটিজেনদের। কেউ রণবীর কাপুরের ইমোজি দিয়ে মুগ্ধতা ব্যক্ত করেছেন, কেউ আবার রণবীর সিংয়ের ইমোজি দিয়ে প্রেম ব্যক্ত করেছেন। ডিজাইনার মনীশ মালহোত্রা আগুনের ইমোজি দিয়েই ডিপির প্রশংসা করেছেন। তবে রণবীর আবার নিজে লিখেছেন, “একটি সতর্কবার্তা দিলে ভাল হতো।” নিজের এই মন্তব্যে কি তিনি অসন্তোষ প্রকাশ করলেন? নাকি এটি অভিনেতার প্রশংসার আরেকটি ধরন? প্রশ্নের উত্তর অধরা।

Deepika Ranveer

প্রসঙ্গত, কিছুদিন আগেই দীপিকা ও রণবীরের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। রণবীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে কোনও পোস্ট দীপিকা করেননি। তাতেই জল্পনা জোরদার হয়। কিন্তু পরে আবার স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে সেই রটনায় জল ঢালেন তারকা যুগল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র স্ক্রিনিংয়েও হাত ধরাধরি করেই গিয়েছিলেন দু’জনে। রণবীরের ‘ঝুমকা গানে’ রিল ভিডিও-ও তৈরি করেন দীপিকা।

[আরও পড়ুন: ‘আজও সমাজ নারীর অধিকার-সাফল্যকে মানতে দ্বিধায় ভোগে’! মন্তব্য ‘দ্রৌপদী’ রুক্মিণীর]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement