Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

‘৮ ঘণ্টার বেশি কাজ করব না’, ‘প্রতিবাদী’ দীপিকাই বলিউডের বর্তমান প্রজন্মের পথপ্রদর্শক?

সইফ, কাজল-অজয় দেবগনের পর দীপিকার পাশে রাধিকা আপ্তে। কী বললেন?

Deepika Padukone’s Exit From Spirit Sparks Bollywood Debate On Work-Life Balance For Mothers
Published by: Sandipta Bhanja
  • Posted:June 2, 2025 8:48 pm
  • Updated:June 2, 2025 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আট ঘণ্টার বেশি কাজ করতে পারব না’, সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে শর্ত বেঁধে দেওয়ায় ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। তবে বিগ বাজেট দক্ষিণী সিনেমা হাতছাড়া হওয়ায় কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর! সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের পদ্মাবতী সাফ জানিয়ে দিয়েছেন, কঠিন সময়ে মনের কথা শুনতেই অভ্যস্ত তিনি। আর একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে, তার নড়চড় হয় না। তবে বিতর্কের সূত্রপাত অ্যানিম্য়াল পরিচালক সন্দীপের এক্স হ্যান্ডেল পোস্ট থেকে। দীপিকার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন পরিচালক। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির বহিরাগত হয়েও যেভাবে নিজের নিষ্ঠা, দক্ষতার মাধ্যমে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন, সেই অভিনেত্রীকে তাঁর জীবনদর্শন, নারীবাদ নিয়ে বিঁধেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তার পর থেকেই কাজের সময় নিয়ে বলিউড, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা!

Advertisement

সংশ্লিষ্ট বিতর্কযজ্ঞে দীপিকার পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন কাজল, অজয় দেবগন থেকে সইফ আলি খান। এবার রাধিকা আপ্তেও সেই একই সুরে সুর মিলিয়ে অভিযোগ করলেন, “সিনেইন্ডাস্ট্রি নতুন মায়েদের সমস্যা বোঝে না।” ঠিক কী বলেছেন অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানান, “সন্তানদের লালন পালন করার পাশাপাশি আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা সত্যিই খুব কঠিন। কারণ আমরা যে পরিমাণ সময় নিয়ে ছবিতে কাজ করি, তার পাশাপাশি সন্তানের দেখভাল করা খুব কঠিন। ভালো করে বাচ্চাকে দেখার সময়ও পাওয়া যায় না। আমি ভীষণ চিন্তিত যে ভবিষ্যতে কীভাবে এই দুদিক সামলানোর চ্যালেঞ্জের মুখোমুখি হব?” উল্লেখ্য, দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজের সময়সূচী বেঁধে দেওয়ার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। দিন কয়েক আগে, দীপিকার পাশে দাঁড়িয়ে ‘সিংহম’ অজয় দেবগন বলেন, “সৎ পরিচালক হলে ৮ ঘণ্টা শিফট নিয়ে অসুবিধে থাকার কথা নয়।” তাতে সিলমোহর বসান কাজলও। সইফ আলি খানও ‘লাভ আজ কাল’ নায়িকার জন্য সম্প্রতি ব্যাটিং করেন। আরব মিডিয়া সামিটে বলিউড নবাব বলেন, “কাজের থেকেও আমি পরিবারকে সময় দেওয়া বেশি পছন্দ করি। বাড়ি ফিরে সন্তানরা ঘুমিয়ে পড়েছে দেখলে আমার মোটেই ভালো লাগে না। এটা জীবনের সাফল্য নয়। সাফল্যের চাবিকাঠি তখনই পাওয়া যায়, যখন আমরা সদর্পে এটা বলা শিখে যাই যে- না, এবার বেরতে হবে, বাড়িতে বাচ্চাদের সঙ্গে আধঘণ্টা সময় কাটাব। আমরা বছরে চারটে ছুটি পাই। আর আমার বাচ্চারা যখন ছুটিতে থাকে, তখন আমি কাজ করি না।

What keeps Deepika Padukone awake at night
ছবি : ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, মা হওয়ার পর একাধিক বলিউড নায়িকাই কাজ থেকে বিরতি নিয়েছেন। সেই তালিকায়, দীপিকার পাশাপাশি সোনম কাপুর, বিপাশা বসু-সহ আরও অনেকের নামই রয়েছে। আলিয়া ভাট যদিও ব্যতিক্রম এক্ষেত্রে! অক্ষয় কুমার অবশ্য বিগত দেড় দশক ধরেই আট ঘণ্টার শিফটে শুটিং করেন। সময় ধরে সেটে যাওয়া থেকে শুরু করে সময়মতো শুটিং সেরে বেরনোর ক্ষেত্রে বলিউড খিলাড়ি অনেক আগেই ট্রেন্ড সেট করেছেন। তবে মা হিসেবে দীপিকা পাড়ুকোনই নায়িকাদের মধ্যে প্রথম শিফট মেনে কাজ করার দাবি রাখলেন। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, ‘প্রতিবাদী’ দীপিকাই কি বলিউডের বর্তমান প্রজন্মের পথপ্রদর্শক?

বলিউড মাধ্যম সূত্রে খবর, শর্ত না মেলায় ‘স্পিরিট’ ছবি থেকে বেরিয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি নাকি আকাশছোঁয়া পারিশ্রমিকের পাশাপাশি মেয়ে দুয়ার জন্য আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি রেখেছিলেন, যা মানতে গিয়ে হিমশিম খেতে হয় প্রযোজনা সংস্থাকে। তার পরই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন। সেই প্রেক্ষিতেই দীপিকাকে দুষে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তার পর থেকে সেই বিতর্ক আজও বিদ্যমান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement