Advertisement
Advertisement
Deepika Padukone Alia Bhatt

ফের দীপিকার কাজ কাড়লেন আলিয়া! ‘এত হিংসা কেন?’, কাপুরদের বউমাকে নিয়ে নিন্দার ঝড়

কেউ কাউকে 'সূচাগ্র মেদিনি' ছাড়তে নারাজ! কী ঘটেছে?

Deepika Padukone's Fans ANGRY With Alia Bhatt, here is why
Published by: Sandipta Bhanja
  • Posted:September 6, 2025 2:10 pm
  • Updated:September 6, 2025 2:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট, বলিউডের দুই সুপারস্টার। দীপিকার তুলনায় আলিয়ার ফিল্মি কেরিয়ারের বয়স কম হলেও বিগত কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জমি ‘পোক্ত’ করে নিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, তাবড় বলিউড পরিচালক-প্রযোজকদের মেগাবাজেট সিনেমা থেকে ‘পদ্মাবতী’কে সরিয়ে হিট ছবি উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই’। যার জেরে দুই সুপারস্টার নায়িকার অনুরাগী শিবিরের মধ্যেও তুমুল দ্বন্দ্ব! কেউ কাউকে ‘সূচাগ্র মেদিনি’ ছাড়তে নারাজ। তবে এবার বিষয়টি আর শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই। গড়িয়েছে বিজ্ঞাপনী দুনিয়াতেও।

Advertisement
Deepika Padukone scripts history, to get a star on Hollywood Walk of Fame in 2026
ছবি : ইনস্টাগ্রাম

সম্প্রতি, দীপিকা পাড়ুকোনকে ছাঁটাই করে জনপ্রিয় এক আন্তর্জাতিক পোশাক সংস্থা তাঁদের ‘বিজ্ঞাপনী দূত’ হিসেবে আলিয়া ভাটের নাম ঘোষণা করেছে। সেই বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেছেন আলিয়াও। আর সেটা দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছে দীপিকার অনুরাগী শিবির। যার জেরে কাপুর বাড়ির বউমাকে কটাক্ষ করতেও পিছপা হননি তাঁরা। নেটপাড়ার একাংশ যদিও তাতে সায় দিয়ে বলছেন, ‘এটা ভীষণই হতাশাজনক! এযাবৎকাল দীপিকাকে দেখতেই অভ্যস্ত ছিলাম এই ব্র্যান্ডের বিজ্ঞাপনে। ওঁকে মানাতও দারুণ। সেখানে আলিয়াকে দেখে হতাশ হলাম!’ আবার কারও মন্তব্য, ‘দীপিকার থেকে সবকিছু কেড়ে নেওয়া আপনার অভ্যোস হয়ে দাঁড়িয়েছে।’ কারও কটাক্ষ, ‘আলিয়াকে কেন নেওয়া হল? আমরা দীপিকাকে ফেরত চাই।’ একাংশ আবার আলিয়া ভাটকে শুভেচ্ছা জানিয়েও কটুক্তি করলেন- ‘ডেনিম লুকে দীপিকাকে যেমন দেখতে লাগে, আপনি তার ধারেকাছেও নেই!’ এখানেই শেষ নয়।

Alia-Bhatt

জনৈক অনুরাগী তো আবার বলে বসেছেন, ‘আলিয়া সব জায়গায় ঢুকতে চায়, দীপিকার প্রতি অস্বাভাবিক আসক্ত। আমরা ওর একই মুখ বারবার দেখে ক্লান্ত।’ কেউ লিখেছেন, ‘দীপিকা পাড়ুকোনের প্রতি আলিয়া ভাটের এত হিংসে কেন?’ সবমিলিয়ে ওই জনপ্রিয় পোশাক সংস্থা আলিয়াকে নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করতেই শুরু প্রবল বিতর্ক। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত দীপিকা বা আলিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আপাতত দুই সুপারস্টার নায়িকার ভক্তমহলে যে উত্তেজনা তুঙ্গে, তা বলাই বাহুল্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ