Advertisement
Advertisement
Abhishek Bachchan

বিনা অনুমতিতে অভিষেক বচ্চনের নাম-ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাই কোর্ট

সম্প্রতি কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজির শিকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জুনিয়র বচ্চন।

Delhi HC rules in favour of Abhishek Bachchan

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:September 12, 2025 6:52 pm
  • Updated:September 12, 2025 6:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের পর এবার দিল্লি হাই কোর্টে বড় জয় অভিষেক বচ্চনের। সম্প্রতি ব্যক্তি অধিকার রক্ষার্থের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জুনিয়র বচ্চন। সংশ্লিষ্ট মামলাতেই অভিনেতার পক্ষে রায় দিল দিল্লি উচ্চ আদালত।

Advertisement

বর্তমানে গ্ল্যামার দুনিয়ার তারকাদের ডিপফেক-এর শিকার হওয়া প্রায় জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে! তাঁদের ছবি-ভিডিও নিয়ে যত্রতত্র যৌনতা সংক্রান্ত বিষয়ে ব্যবহার করা হচ্ছে। যার ফলে ভাবমূর্তি নষ্ট হয় তারকাদের। অভিষেক বচ্চনও সেই তালিকার ব্যতিক্রম নন। ভবিষ্যতে যাতে এমন অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়, সেই কারণেই সম্প্রতি আদালতে যান অভিষেক। এবার দিল্লি হাই কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, অভিষেক বচ্চনের অনুমতি ছাড়া তাঁর ছবি, ভিডিও, নাম কিংবা স্বাক্ষর কোনওটাই ব্যবহার করা যাবে না।

অভিনেতার তরফে তাঁর আইনজীবী প্রবীণ আনন্দ আদালতে অভিযোগ করেছিলেন, বেশ কিছু বিজ্ঞাপনে বিনা অনুমতিতে অভিষেক বচ্চনের মুখ ব্যবহার করা হচ্ছে। অভিনেতার ছবি-ভিডিওর পাশাপাশি তাঁর স্বাক্ষরও অবৈধভাবে ব্যবহার হচ্ছে। যার জেরে লঙ্ঘিত হচ্ছে মৌলিক অধিকারও। ফলে যে কোনও দিন বড়সড় বিপাকে পড়তে পারেন অভিনেতা। এমন অভিযোগ তুলেই দিল্লি হাই কোর্টে একাধিক অবৈধ ওয়েবসাইটের বিরুদ্ধে কড়়া পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন জুনিয়র বচ্চন। এই একই আবেদন করে আদালতের দ্বারস্থ হন তাঁর বিশ্বসুন্দরী স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনও। অভিনেত্রীর অভিযোগ ছিল, তাঁর ছবি ব্যবহার করে তৈরি হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী। শুধু তাই নয়, এইআই দিয়ে নানা বিকৃত অন্তরঙ্গ ছবি তৈরি করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় বচ্চন পরিবারের বউমার পক্ষেই রায় দেয় দিল্লি হাই কোর্ট। এবারও অভিষেক বচ্চনের পক্ষেই রায় দিল উচ্চ আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ