সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছর বাদে সাড়ম্বরে প্রচার সেরে নস্ট্যালজিয়া উসকে দিয়েছিল দেশু জুটি। তবে বক্স অফিসে সিনেমার দৌড় শুরু হতেই ফের ‘ধূমকেতু’র মতো বদলে গেল দেব-শুভশ্রীর সমীকরণ। হাইভোল্টেজ প্রচারের পর অদৃষ্টের এহেন হিসেব যেন ভক্তদের কাছে গড়মিল ঠেকছে! কখনও সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আবার কখনও বা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘প্রাক্তনের অভিমানে’র পালটা জবাব দিচ্ছেন দেব। তবে ‘দেশু’ জুটির এহেন বাকবিতণ্ডার মাঝেই বক্স অফিসে রমরমা ‘ধূমকেতু’র ব্যবসা। জন্মলগ্ন থেকে যে সিনেমার সঙ্গী বিতর্ক, সেই বিতর্ককে সঙ্গে নিয়েই ২৫ কোটির দোরগোড়ায় দেব-শুভশ্রীর এখনও পর্যন্ত শেষছবি।
এমন বিতর্কযজ্ঞে আবার ঘৃতাহূতির মতো কাজ করে দেবের সাম্প্রতিক একটি মন্তব্য। যেখানে ‘সুপারস্টার প্রাক্তনে’র মন্তব্যের সারমর্ম করলে দাঁড়ায়, দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন! ব্যস, নেটভুবনে হইচই শুরু! পালটা শুভশ্রী বলেন, “দেবের মন্তব্য ভীষণ অসম্মানজনক।” এবার সেই প্রেক্ষিতেই এক সাক্ষাৎকারে মুখ খোলেন টলিউড সুপারস্টার। শুভশ্রীর উদ্দেশে দেব বলেন, “যত বেশি ভালোবাসা, তত অভিমান। আমার মনে হয়, শুভশ্রী যে মন্তব্যটা করেছে, সেটা ভালোবাসা থেকেই করেছে। নইলে এক ঘণ্টার সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বলেছে, বা এক ঘন্টা আমাকে নিয়েই নষ্ট করেছে, এটা তো ভালোবাসা থাকলেই সম্ভব। শুভশ্রী শুধু একটা লাইনকেই ধরেছে। কিন্তু প্রথম থেকে ‘ধূমকেতু’র জন্য যত সাক্ষাৎকার দিয়েছি, সব ক’টাতেই বলেছি, ও যেভাবে সংসার এবং কাজ ব্যালেন্স করছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। ওতো নিজেই বলে যে, ও দুই সন্তানের মা। সেটা তো গর্বের ব্যপার। বর্ধমান থেকে এসে শুভশ্রী নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছে, এখনও যেভাবে নিজের জায়গা ধরে রেখেছে, আমি সবসময়ে বলি, শুভশ্রী, কোয়েলের এই জার্নিটা নিয়েই একটা ছবি হওয়া উচিত। “
এদিকে গুঞ্জন, বক্স অফিসে বিজয়রথ ছুটতেই নাকি টিমে ‘ব্রাত্য’ শুভশ্রী? অভিনেত্রীকে নাকি সেভাবে আমন্ত্রণই জানানো হয়নি স্ক্রিনিংয়ে? এপ্রসঙ্গে ওই সাক্ষাৎকারেই দেবের উত্তর, “প্রোমোশনের শুরুর দিন থেকেই আমি শুভশ্রীর সঙ্গে সুপারস্টারের মতো ব্যবহার করেছি। আমার টিম যখন শুধু আমার জন্য গান বানিয়েছিল, তখন আমি শুভশ্রীর কথাও বলি। ওর জন্যেও গান বানানো হয়। কারণ ও আমার কাছে বরাবর সুপারস্টার। সেটা সম্মান নয়? আর প্রিমিয়ারের দিন যেদিন ঠিক হয়েছিল, সেদিনই আমি শুভশ্রীকে ফোন করে জানিয়েছিলাম। ও তখন মুম্বইতে ছিল। আমি চেয়েছিলাম লোকে আরও একবার দেশু জুটিকে দেখুক। ও আমাকে বলে- দেখছি, জানাচ্ছি। তখনই আমি শুভশ্রীকে জিজ্ঞেস করেছিলাম- শুনেছি, তোমার কিছু বিষয় খারাপ লেগেছে। ও আমায় জানায়, না সেরকম কিছু নয়! এরপর আমার দ্বিতীয় ফোনটা ছিল রাজ চক্রবর্তীর কাছে। আমি দুজনকেই প্রিমিয়ারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম।” এখানেই শেষ নয়।
এরপর অভিনেতা সেই চর্চিত মন্তব্য নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন ‘ধূমকেতু’ করলে শুভশ্রীকে নেওয়া হত কিনা? আমি যেহেতু ওকে কথা দিয়েছিলাম যে, আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজে ও থাকবে তাই ওকে রাখতামই। সেটা মুখ্য চরিত্র না হলেও। ধূমকেতু ২ হলে তো আমি প্রযোজক হিসেবে আমাকে নিজেকেই কাস্ট করতে চাই না। কারণ আমার মধ্যেও তো সেই সারল্যটা নেই। আমি কখনও বলিনি, দু বাচ্চার মা হয়েছে বলে ওর সারল্য চলে গিয়েছে। সেভাবে দেখতে গেলে তো, আমি সোহিনী সরকারকে ওর বিয়ের পরেই ‘রঘু ডাকাত’-এ কাস্ট করেছি, বরখার মেয়েও যথেষ্ট বড়। ওকেও তো ‘খাদান’-এ নিয়েছি। এরকম অনেক উদাহরণই আছে। তবে যেভাবে শুভশ্রীকে নিয়ে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, সেটা কোথাও ভিক্টিম কার্ড খেলা হচ্ছে। ১৪ বছর আগেও ও যখন বলেছে বিভিন্ন জায়গায়, ‘বাথরুমে কেঁদেছি’, সেই সময়ও কিছু বলিনি আমি। সব সহ্য করেছি। এটাই তো সম্মান দেওয়া। আমি যদি আজ দুটো কথা ওকে নিয়ে বলি তাহলে ওর খারাপ লাগবে। ওর সম্মানটা কোথাও আমারই সম্মান। শুভশ্রীর যাতে কোথাও সম্মানহানি না হয় সেই চেষ্টা করেছি। আমি নিজের সীমাটা বুঝে কথা বলেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.