Advertisement
Advertisement
Dev Raghu Dakat

মেগাস্টার নয় মাটির মানুষ! পুরুলিয়ার গ্রামে মেঝেয় বসে কচিকাঁচাদের সঙ্গে আড্ডা ‘রঘু’ দেবের

পুরুলিয়ায় প্রচারের ফাঁকে কচিকাঁচাদের ভিড়ে 'খোকা'।

Dev promotes Raghu Dakat in Purulia, watch video
Published by: Sandipta Bhanja
  • Posted:September 15, 2025 4:16 pm
  • Updated:September 15, 2025 4:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র এগারো দিনের অপেক্ষা। তার পরই ‘হা রে রে রে…’ ধ্বনিতে রক্তমাখা খড়্গহাতে পুজোর পর্দায় আছড়ে পড়বেন ‘রঘু ঘোষ’, থুড়ি ‘রঘু ডাকাত। ইতিমধ্যেই ২৬ সেপ্টেম্বরের ভোরের জন্য প্রহর গোনা শুরু করেছেন অনুরাগীরা। আর বহু প্রতীক্ষিত রিলিজের প্রাক্কালে ‘রঘু’ ব্যস্ত সিনেমার প্রচারে। বাংলার বুকজুড়ে হাইভোল্টেজ প্রচার অনুষ্ঠান চালাচ্ছেন তিনি। উত্তরবঙ্গে প্রচারের পালা শেষ করে এবার পৌঁছে গিয়েছেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে। সোমবার সেখানেই টলিউডের ‘মেগাস্টার’ ধরা দিলেন একেবারে ভিন্ন মেজাজে।

Advertisement

উত্তরের প্রচার সফরে ঘিস নদীর গভীর জলে ‘ফিশ’ ধরেছিলেন, এবার পুরুলিয়ায় ‘খোকা’ ভিড়ে গেলেন কচিকাঁচাদের সঙ্গে। কখনও ‘রঘু’র নায়িকা ‘সৌদামিনী’কে নিয়ে আদিবাসী নাচে মেতে উঠলেন তো কখনও বা আবার দেবকে দেখা গেল মেঝেয় বসে খুদেদের কোলে নিয়ে আদর করতে। তারকাসুলভ হাবভাবের লেশমাত্র নেই! একেবারে মাটির মানুষের মতোই মাটিতে বসে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের জনজাতির সঙ্গে গল্প-আড্ডায় মজলেন টলিউড সুপারস্টার। রবিবার রাতেও হোটেলে ফিরে সেখানকার আদিবাসী রমণীদের সঙ্গে বাদ্যের তালে নাচ করেন দেব। গলায় হলুদ উত্তরীয়, পুরুলিয়ার অতিথি আপ্যায়ণের রীতি অনুযায়ী পরনে শাল পাতার মালা। খোশমেজাজে নাচতে দেখা গেল সুপারস্টার সাংসদকে। সেসব ক্যামেরাবন্দি মূহূর্ত আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।

প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ‘রঘু ডাকাত’-এর মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সেখানে যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, অতিথিদের সুরক্ষাব্যবস্থা নিয়ে উত্তরবঙ্গে যাওয়ার আগেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার সঙ্গে আলোচনা করে গিয়েছিলেন দেব। ‘ধূমকেতু’র মতোই ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানকেও যে দেব উৎসবে পরিণত করতে চাইছেন, তা বলাই বাহুল্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ