Advertisement
Advertisement
North Bengal Flood

বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে টলিউড, ‘ভরসা জোগালেন’ ঋতুপর্ণা-প্রসেনজিৎ, ত্রাণ পাঠালেন দেবও

উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে একজোট টলিউড।

Dev, Prosenjit, Rituparna, Bengali film fraternity stands with North Bengal
Published by: Sandipta Bhanja
  • Posted:October 7, 2025 7:44 pm
  • Updated:October 7, 2025 7:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির রুদ্ররোষ কয়েকঘণ্টায় তছনছ করে দিয়েছে উত্তরবঙ্গকে। লাগাতার বৃষ্টির সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে প্লাবিত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল। দুর্যোগে মৃত্যু হয়েছে বহু মানুষের। এমতাবস্থায় শোকপ্রকাশ না করে কার্নিভালে যোগ দেওয়ায় টলিউড তারকাদের সমালোচনার মুখে পড়তে হয়! একাংশ আবার উত্তরবঙ্গকে ‘প্রিয় শুটিং ডেস্টিনেশন’ হিসেবে ব্যবহারের কথা মনে করিয়ে একযোগে বাংলা সিনে ইন্ডাস্ট্রিকে কটাক্ষ করা শুরু করে। এমন আবহেই মঙ্গলবার বিধ্বস্ত উত্তরবঙ্গের উদ্দেশে সাহায্যের হাত বাড়ানোর কথা ঘোষণা করল টলিউড।

Advertisement

বাংলা সিনেদুনিয়ার অন্যতম দুই অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বেশ কজন তারকা সোশাল মিডিয়ার পাতায় একটি পোস্ট ভাগ করে নিয়েছেন। সেখানে উল্লেখ, ‘দুর্গাপুজোর বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে। কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে। আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এইসময়ে আমরা হাতে-হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ।’ সেই পোস্টেই সংযোজন, ‘সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।’

এই পোস্ট শেয়ার করে ঋতুপর্ণা-প্রসেনজিৎ লিখেছেন, “আমরা হয়তো অনেক দূরে থাকি, তবুও সবসময়ে আপনাদের পাশে রয়েছি। আপনাদের সাহসই আমাদের শক্তি জোগায়।” অন্যদিকে বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ পাঠিয়েছেন দেব। ত্রাণ বিলির বেশকিছু ছবি ভাগ করে নিয়ে টলিউড সুপারস্টার লিখেছেন, “উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আছি। প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক। বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তাঁরা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন।” রুক্মিণী মৈত্র অবশ্য একদিন আগেই নিজের পরবর্তী সিনেমার টিজার লঞ্চ বাতিল করেছেন উত্তরবঙ্গের কথা মাথায় রেখে।

প্রসঙ্গত, শনিবার রাতের কয়েক ঘণ্টার নিম্নচাপের বৃষ্টিতে উত্তরবঙ্গের জেলাগুলি বিপর্যস্ত। দার্জিলিংয়ের একাধিক জায়গা ধসে বিধ্বস্ত। বহু মানুষের মৃত্যু হয়েছে দুর্যোগে। আলিপুরদুয়ার জেলার বহু জায়গা প্লাবিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে দার্জিলিংয়ে রয়েছেন। একাধিক বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ