Advertisement
Advertisement
Dev

ভক্তের কাছে ক্ষমা চাইলেন দেব! কী এমন করেছেন সুপারস্টার?

'খাদান' সিনেমার প্রচারের মাঝেই ঘটেছে এই ঘটনা।

Dev Said Sorry to Fan for this Reason

ছবি: ব্রতীন কুণ্ডু

Published by: Suparna Majumder
  • Posted:December 10, 2024 9:52 am
  • Updated:December 10, 2024 9:56 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভক্তদের প্রিয় দেব বলে কথা! একটু অভিমান তো হতেই পারে। তবে সুপারস্টারও ‘রাজার রাজা’। তাই তো অভিমানী ভক্তর মানভঞ্জন করতে সোশাল মিডিয়াতেই ‘ভুল’ স্বীকার করে নিলেন। বলে দিলেন ‘সরি’।

Advertisement

Dev

ব্যাপার কী? একটু খোলসা করেই বলা যাক। বড়দিনের আগেই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘খাদান’। ছবির প্রচারে সারা রাজ্যে বাস নিয়ে ঘুরছেন দেব। ৮ ডিসেম্বর তিনি যান মধ্যমগ্রাম। দেব যে মধ্যমগ্রাম ও বারাসতের মাঝে অবস্থিত মলে যাবেন, সেই খবর আগে থেকেই ছিল ভক্তদের কাছে। বেলা গড়াতে না গড়াতেই ভিড় বাড়তে শুরু করে। বিপুল জনসমাগম হয়।

এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মোহনা নামের এক দেবভক্ত। অভিমানী সুরে ক্যাপশনে তিনি লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।’

অনুরাগীর এই অভিমান সুপারস্টার বুঝেছেন। তাই তো এক্স পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, “এর জন্য অত্যন্ত দুঃখিত মোহনা। এর পরেরবার তোমার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।” তারকার এমন ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা। তাঁদের মতে, এমনটা শুধুই দেবই করতে পারেন। তাই তাঁর জন্য ভক্তদের ‘পরাণ যায় জ্বলিয়া রে।’

Dev Fan X post

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। ছবি মুক্তি পাবে বড়দিনের ঠিক আগে ২০ ডিসেম্বর। দেব ছাড়াও সুজিত দত্ত পরিচালিত এই ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য।

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ