Advertisement
Advertisement
Dev

চোখে চশমা, হাতে ধোঁয়া ওঠা কফি, লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শুটিংয়ের ফাঁকে অন্য মেজাজে দেব

নতুন এই লুকে দেব অনেকটা পরিণত।

dev share his photos in between shooting of praojapoti 2 in london
Published by: Arani Bhattacharya
  • Posted:July 9, 2025 2:43 pm
  • Updated:July 9, 2025 4:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে জোরকদমে চলছে ‘প্রজাপতি ২’ ছবির শুটিং। শুটিংয়ের মাঝে নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন দেব। কখনও মা-বাবার সঙ্গে লন্ডনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কখনও আবার নিজের হাতে লন্ডনের রাস্তায় রাজহাঁসকে খাবার খাওয়াচ্ছেন তিনি। আবার বিদেশের মাটিতেই শুটিং ফ্লোর থেকে প্রকাশ্যে এনেছেন তাঁর ও মিঠুন চক্রবর্তীর এই ছবির নয়া লুক। এবার নতুন ছবির লুকেই একগুচ্ছ ছবি ফের পোস্ট করলেন দেব তাঁর ইনস্টাগ্রামে।

Advertisement

Dev-Mithun

চোখে চশমা, হাতে ধোঁয়া ওঠা কফির কাপ নিয়ে সাদাকালো সেই ছবিতে দেব ধরা দিয়েছেন এক্কেবারে অন্য মেজাজে। নতুন এই লুকে দেবকে অনেকটা পরিণত দেখাচ্ছে। গুঞ্জন, এবারের গল্পে সম্ভবত টলিউড সুপারস্টারকে লন্ডনে কর্মরত এক চরিত্রে দেখা যাবে। অন্যদিকে মুক্তি পাবে আগামী মাসে সুপারস্টারের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ‘প্রজাপতি ২’ ছবির শুটিং ফ্লোর থেকে আগামী ছবিরও প্রচার সারছেন দেব। নিজের নতুন লুকের একগুচ্ছ ছবির সঙ্গে জুড়েছেন তাঁর আগামী ‘ধূমকেতু’ ছবির প্রথম মুক্তিপ্রাপ্ত গান। যা ইতিমধ্যেই হিট। লন্ডন থেকেই ‘ধূমকেতু’র প্রথম গানের ঝলক শেয়ার করেছিলেন দেব। যেখানে পাহাড়ি রাস্তায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে গানে গানে প্রেম জাহির করতে দেখা যায় তাঁকে উল্লেখ্য, নয় বছর বাদে রিলিজ করলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে বিন্দুমাত্র কৌতূহল কমেনি দর্শক-অনুরাগীদের। রিয়েল লাইফ ‘প্রাক্তন জুটি’ দেব-শুভশ্রীর এখনও পর্যন্ত এটিই একসঙ্গে শেষ সিনেমা ও একইসঙ্গে এই ছবির হাত ধরেই কৌশিক গঙ্গপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার ছকভাঙা চরিত্রে ধরা দিয়েছিলেন বাংলা কমার্শিয়াল সিনেমার দুই তারকা। অতঃপর ‘ধূমকেতু’ দেখার জন্য বরাবর মুখিয়ে ছিলেন দর্শক। এতবছর পরও তাতে ভাটা পড়েনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

সম্প্রতি বিদেশের মাটিতে নারকেল ফাটিয়ে ‘প্রজাপতি ২’ ছবির শুভসূচনা করেছিলেন দেব। অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন ও দেব, এই ত্রয়ীর ছবি বরাবর দর্শকের মন জয় করে নিয়েছে। ২০২৩ সালের বড়দিনে মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি’ ছবিতে বাবা-ছেলের রসায়ন, সম্পর্কের বুনোট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন দর্শক। আর তারপর থেকেই ছিল এই ছবির সিক্যুয়েলের অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বাবা ছেলের সেই রসায়ন আবারও ফিরছে এই বড়দিনে। আবারও দেখা যাবে পর্দায় দেব-মিঠুন ম্যাজিক। তুলে ধরা হবে সম্পর্কের সূক্ষ দিকগুলোও। বছরশেষে দর্শকের দরবারে ‘প্রজাপতি ২’ নিয়ে আসার আগে বছরভর বক্সঅফিসে একের পর এক চমক দেবেন সুপারস্টার। আগামী মাসে মুক্তি পাবে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেত’। পুজোয় আসবেন ফের ছকভাঙা চরিত্রে চরিত্রে ‘রঘু ডাকাত’ নিয়ে এবং সবশেষে আসবে ‘প্রজাপতি ২’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ