সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই ‘খাদান’-এর টিজারে একেবারেই নতুন অবতারে ধরা দিয়েছিলেন দেব (Dev)। বহুদিন পর তাঁর অ্যাকশন রূপ দেখে আপ্লুত দেবভক্ত। আর এবার দেবের আরও এক নতুন অবতার। এক মুখ দাড়ি, এলোমেলো চুল। হাতে বন্দুক ও কাঁধে বাচ্চা নিয়ে ছুটছেন বাংলার সুপারস্টার। সৃজিতের পুজোর ছবি ‘টেক্কা’তে যে তিনি ফের ইমেজ ভেঙে নতুন বাজি খেলবেন, তার ইঙ্গিত দিলেন দেব নিজেই।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি দেব তাঁর সোশাল মিডিয়ায় টেক্কা (Tekka) ছবির ফার্স্টলুক শেযার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি স্ক্রিনে জ্বলজ্বল করছে ‘টেক্কা’ ছবিতে দেবের নয়া অবতার। আর পাশে দাঁড়িয়ে ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এরকমই ছবি পোস্ট করে দেব লিখলেন, ”খাদানের টিজারের ব্লকবাস্টার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ! ফের ধন্য়বাদ জানাই! এবার তৈরি থাকো এই বছরের সবচেয়ে বড় থ্রিলারের জন্য…এবার পুজো তে টেক্কা দিতে প্রস্তুত আমরা!”
Thanku for the Blockbuster response for the teaser!
Thanks once again!
Now get ready for the Biggest Thriller of the Year…
এবার পুজো তে টেক্কা দিতে প্রস্তুত আমরা!
— Dev (@idevadhikari)
বেশ কয়েক মাস আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তাঁর প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। সঙ্গে পোস্টে লিখছিলেন, অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০০৪ সালে। ব্যস, এই পোস্ট দেখেই হইচই শুরু হয়েছিল। দেব ও সৃজিত দুজনে মিলে আসলে ‘টেক্কা’ দিতে চাইছেন, টলিপাড়ার অন্যান্য পরিচালকদের, তা কিন্তু স্পষ্ট হল এই নতুন ঝলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.