সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্য়েই দেবের বাঘা যতীন ছবি নিয়ে হইচই পড়ে গিয়েছে সিনেপ্রেমীদের মধ্য়ে। দর্শকদের কথায়, এই ছবিতে দেব নিজের সেরাটা দিয়েছেন। তাক লাগিয়েছে তাঁর অভিনয়। বক্স অফিসও জমজমাট ‘বাঘা যতীন’। তবে ঠিক এরই মাঝে ছবির পাইরেসি আটকাতে দর্শকদের বিশেষ আবেদন করলেন দেব। সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘দয়া করে রেকর্ড করবেন না…।’
দেব তাঁর এক্স প্রোফাইলে লিখলেন, ‘একটাই রিকোয়েস্ট সবাইকে, কেউ প্লিজ ছবি দেখতে দেখতে ছবির কোনও ক্লিপ রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কেবল বাঘা যতীন নয়, এই সময় অন্যান্য যে যে ছবি চলছে সবগুলোই তাই।’
One request pls dont upload any footage from the film while watching or any other films which is releasing simultaneously
Thanku 🙏🏻
— Dev (@idevadhikari)
সিনেমা হলে ছবি দেখার সময় অনেকেই ছবির কিছু দৃশ্য ফোনে রেকর্ড করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। যা পরে ভাইরালও হয়। এই ধরনের আচরণে ছবির আসল মজাও নষ্ট হয় বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে।
প্রযোজক হিসেবে হোক কিংবা অভিনেতা, নতুন নতুন ছবিতে সারপ্রাইজ দিতে দেবের জুড়ি মেলা ভার। ব্যোমকেশ হোক কিংবা বাঘা যতীন বা গোলন্দাজ। বছর খানেক ধরেই পর্দায় নতুন অবতারে ধরা দিচ্ছেন দেব। লুক নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবারও তার ব্যতিক্রম হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.