Advertisement
Advertisement
Dev

বড়দিনে হাউসফুল ‘প্রধান’, তবুও কেন দুঃখ পেলেন দেব?

বক্স অফিসে 'ডাঙ্কি'র সঙ্গে দেবের টক্কর।

Dev social Media post goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 26, 2023 1:13 pm
  • Updated:December 26, 2023 1:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে একদিকে শাহরুখের ‘ডাঙ্কি’, তো অন্যদিকে দক্ষিণী নায়ক প্রভাসের ‘সালার’। অনেকেই মনে করেছিলেন এই দুই ছবির মাঝে পড়ে চিঁড়ে চ্যাপ্টা অবস্থা হবে দেবের প্রধান ছবির। তবে বক্স অফিসের হিসেব কিন্তু অন্য কথাই বলছে। ক্রিসমাসের দিন রীতিমতো রেকর্ড গড়ল দেবের এই ছবি। সম্প্রতি দেবের প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়া পেজে শেয়ার করা তথ্য অনুযায়ী, বড়দিনে বেশিরভাগ হলেই হাউসফুল বোর্ড ঝুলেছে প্রধানের বেশিরভাগ শোয়ে। ‘প্রধান’ ছবির টিকিটের জন্য নাকি বেশ চাহিদা দেখা গিয়েছে। এরকম রেকর্ড ব্যবসার পরেও, সোশাল মিডিয়ায় হঠাৎই দুঃখপ্রকাশ করে বসলেন দেব। কেন?

Advertisement

[আরও পড়ুন: বড়দিনে বড় একা মালাইকা! আরবাজের বিয়ে সম্পন্ন, লন্ডনে অর্জুন, প্রেমিকার দুর্দিনেও পাশে নেই!]

আসলে দেবের দুঃখ অন্য জায়গায়। দেবের প্রযোজনা সংস্থার তরফ থেকে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, ‘আমরা দুঃখিত। সব শো হাইজফুল। আগামীকালের জন্য টিকিট বুক করুন!’

দেবের প্রধান ছবিতে, দেবের বিপরীতে রয়েছেন সৌমিতৃষা। বহুদিন পর এই ছবিতে নজর কেড়েছেন দেব-সোহম জুটি। পুলিশের অবতারে দেবের অসাধারণ অভিনয় প্রশংসা পেয়েছে। সব মিলিয়ে বড়দিন দেব যে তাঁর অনুরাগীদের দারুণ উপহার দিয়েছেন, তা বলাই বাহুল্য। 

[আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত ‘চিরকুমার’ সলমনের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ