শম্পালী মৌলিক: প্রজাপতির সাফল্যের পর অপেক্ষার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে দেবের নতুন ছবি ‘প্রজাপতি ২’। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন প্রযোজক- অভিনেতা দেব। সঙ্গে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, ‘প্রজাপতি ২’। ফের সম্মিলিতভাবে তাঁদের তিনজনের কাজ আসতে চলেছে পর্দায়। শোনা যাচ্ছে আগামী জুলাই থেকেই নাকি শুরু হবে এই ছবির শুটিং।
‘প্রজাপতি’ ছবিতে দেব ভরসা রেখেছিলেন ছোটপর্দার নায়িকা শ্বেতা ভট্টাচার্যের উপর। তাঁর ও শ্বেতার রসায়ন মনে ধরেছিল দর্শকের। এবার ‘প্রজাপতি ২’ তেও কি ছোটপর্দার উপরেই ভরসা রাখবেন দেব? সে প্রশ্ন অনেকদিন ধরেই অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে। তারই মাঝে শুরু হয় গুঞ্জন যে ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে। সেই খবর সত্যি কিনা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল ছোটপর্দার অভিনেত্রীর সঙ্গে। ফোনের ওপার থেকে হেসে অভিনেত্রী বলেন “আমি এখনই কিছু বলতে পারব না। এখনই এই নিয়ে বলতে পারা সম্ভব নয়।” কার্যতই মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।
View this post on Instagram
বিগত বেশ কয়েক বছর ধরে বড়দিনে পর্দায় বড় ম্যাজিক দেখাচ্ছেন অতনু রায়চৌধুরী-অভিজিৎ সেন ও দেব। এই ত্রয়ীর ছবি বক্সঅফিসে ম্যাজিক দেখাচ্ছে বড়দিনের মরশুমে। এই বড়দিনেও ‘প্রজাপতি’র সিক্যুয়েল যে তাতে কোনও খামতি রাখবে না তা আশা করাই যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.