সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর আগেই ছিল যে, বুধবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যাবেন দেব-শুভশ্রী (Dev-Subhashree)। ‘আইনি অভিশাপ’ কাটিয়ে অবশেষে দশ বছর বাদে মুক্তির আলো দেখতে চলেছে তাঁদের ‘ধূমকেতু’ (Dhumketu)। আর সেই সিনেমার জন্যই হাইভোল্টেজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়ে বাংলা সিনেমার জয়গান গেয়েছিলেন জুটিতে। কথোপকথনে পুরনো আবেগ, মান-অভিমান, খুনসুঁটি ধরা দিলেও ‘দেশু’ জুটি বুঝিয়ে দেন তাঁরা আদ্যোন্ত পেশাদার শিল্পী। নস্ট্যালজিয়ার সরণি বেয়ে অনুরাগীরাও ফিরে গিয়েছিলেন প্রাক্তন জুটির ‘ব্লকবাস্টার দিনগুলি’তে। বুধবার আরও কাছাকাছি দেব-শুভশ্রী। সঙ্গী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেই মুহূর্তের সাক্ষী বড়মা।
রং মিলান্তি পোশাকে নির্ধারিত সময়ে পৌঁছে গেলেন নৈহাটির বড়মায়ের মন্দিরে। পাশাপাশি বসে প্রাক্তন জুটি। লাল শাড়ি। সিঁদুরে রাঙানো সিঁথি। করজোরে দেবের পাশে মায়ের পুজোয় মগ্ন শুভশ্রী। পাশেই লাল রঙের পাঞ্জাবিতে বসে দেব। একমনে মায়ের কাছে প্রার্থনায় রত টলিউড সুপারস্টার। বাংলা সিনেমার স্বার্থে পেশাদারিত্বকে এগিয়ে রেখে দেশু জুটি যেভাবে ফিরলেন, তাতে অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশের পারদ যে আরও চড়ল, তা বলাই বাহুল্য। বড়মায়ের মন্দির থেকে ‘প্রাক্তন’ তারকাজুটির এহেন ব্লকবাস্টার ফ্রেম দেখে উত্তেজনায় ফুটছেন তাঁরা। বাংলাজুড়ে যেভাবে ধূমকেতু ঝড় উঠেছে, তাতে এই ছবি যে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করবে, সেই ভবিষ্যদ্বাণী আগেই করেছে সিনেমহল। এবার ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে শুধু দেব-শুভশ্রী জুটির ম্যাজিক ফিরে পাওয়ার অপেক্ষা।
View this post on Instagram
রাজ্যজুড়ে অগ্রীম বুকিংয়ে মেগাবাজেট বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কেও ছাপিয়ে গিয়েছে বাংলা সিনেমা ‘ধূমকেতু’। এমন দিনের আশাতেই তো বুক বেঁধেছিল টলিউড। যেদিন বলিউড, দক্ষিণের ‘দাদাগিরি’কে যোগ্য জবাব দেবে বাংলা সিনেদুনিয়া। এই সিনেমা যে টলিউডের ক্যাশবাক্স চাঙ্গা করার অন্যতম ‘টনিক’ হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। বুধবার ফের নস্ট্যালজিয়া উসকে বড়মায়ের কাছে একফ্রেমে ধরা দিলেন ‘দেশু’ জুটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.