Advertisement
Advertisement
Dhumketu

‘যত বড়ই হও না কেন ধূমকেতু তোমাকে ছাড়বে না…’ ট্রেলার লঞ্চের মঞ্চে শুভশ্রীকে বললেন দেব

ঠিক কী কী হল এদিন?

dev subhasree from dhumketu grand trailer launch event
Published by: Arani Bhattacharya
  • Posted:August 4, 2025 6:51 pm
  • Updated:August 4, 2025 10:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন প্রায় এক যুগের অপেক্ষার অবসান। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতিক্ষীত ছবি ‘ধূমকেতু’। সোমবার হয়ে গেল এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ। প্রথম থেকেই এই জুটির ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেয়েছে, তা হল দেব-শুভশ্রী কি একসঙ্গে এই ছবির প্রচারে ধরা দেবেন?এবার সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলল। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘ধূমকেতু’র বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিলেন ‘প্রাক্তন’ জুটি।

Advertisement

কলকাতার বুকে নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল এদিনের এই অনুষ্ঠান। বিগত বেশ কিছুদিন ধরেই যা নিয়ে অনুরাগীদের মনে তৈরি হয়েছিল এক আলাদা উন্মাদনা। সেই উন্মাদনার পারদ আরও বাড়ল যখন একসঙ্গে এদিন ধরা দিলেন দেব-শুভশ্রী। নজরুল মঞ্চের কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে তখন উপচে পড়ছে পছন্দের জুটিকে দেখার, ফিরে পাওয়ার উন্মাদনা। আর তাঁরাও ঠিক সেই আগের মতোই এলেন, দেখলেন, জয় করলেন। সময় যেন থমকে দাঁড়িয়ে গেল এদিন নজরুল মঞ্চের প্রেক্ষাগৃহের অন্দরে। মুহূর্তরা হল ঋণী। ঠিক কী কী হল এদিন?

‘ধূমকেতু’র হিট গান ‘গানে গানে’ বেজে উঠল আর তারপর একসঙ্গে মঞ্চে প্রবেশ করলেন দেব-শুভশ্রী। সেই চেনা জুটি। গানের তালে তালে তাল মেলালেন তাঁরা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করলেন মঞ্চ থেকে অনুরাগীদের সঙ্গে। ফের দু’জনকে একসঙ্গে দেখতে পেয়ে তুমুল উন্মাদনা ছিল অনুরাগীদের মধ্যে। ‘ধূমকেতু’কে বাঁচিয়ে রাখার জন্য ভক্তদের ধন্যবাদ জানান সুপারস্টার। সেই চেনা সংলাপ বলে উঠলেন দেবের উদ্দেশ্যে শুভশ্রী। বললেন, “আমার সাথে ফ্রেন্ডশিপ করবে?” দেব বলেন “কেন?” শুভশ্রী বললেন, “এমনি।” সঞ্চালক রোহন তখন বলে ওঠেন, “আচ্ছা এমনিটা তাহলে এখান থেকে এসেছে।” দেব বললেন, “এমনিটা এমনি এমনি আসেনি।” কৌশিক গঙ্গপাধায়া, রানা সরকার সহ সকলকে মঞ্চে দাঁড়িয়ে ধন্যবাদ জানান শুভশ্রী। আগামী ১৪ আগস্ট সকলকে সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ জানান শুভশ্রী। একইসঙ্গে শুভশ্রী অনুরাগীদের বলেন, আমদের এফর্টে আমাদের জুটি বাঁচেনি। বেঁচেছে তোমরা চেয়েছ বলে।”

ধূমকেতু’ ছবিটি শুধুই একটি ছবি নয়। এই ছবি যেন বাংলা ছবির এক আবেগ। বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের কাছে। কারণ এই জুটির একসঙ্গে এটিই শেষ অভিনীত ছবি। টলিউডের এই জুটির বিচ্ছেদের ঘটনায় মন ভেঙেছিল তাঁদের অনুরাগীদের। এই ছবি যেন তাঁদের ক্ষততে প্রলেপ দেবে। ২০২৪ সালের শেষে মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রীর ছবি ‘সন্তান’ ও ‘খাদান’। প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন দেব ও শুভশ্রী দুজনেরই দুটি ছবি যদি দর্শক দেখেন ও ছবি হিট করান তাহলে অবশ্যই ‘ধূমকেতু’ মুক্তি পাবে। তাহলে কী এবার কথা রাখছেন তিনি? যদিও এসব ভুলে আপামর বাংলা ছবির দর্শক মুখিয়ে রয়েছেন ‘ধূমকেতু’র মুক্তির অপেক্ষায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement