Advertisement
Advertisement
Dhumketu

‘ধূমকেতু’ মুক্তির আগে ফের একফ্রেমে দেব-শুভশ্রী? আশীর্বাদ পেতে বড়মার শরণে ‘প্রাক্তন’ জুটি

১৪ আগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'।

dev subhasree will appear together in baroma temple naihati before dhumketu release
Published by: Arani Bhattacharya
  • Posted:August 13, 2025 10:44 am
  • Updated:August 13, 2025 11:11 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কিছু ঘন্টা। তারপরই মুক্তি পাবে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর বাংলা ছবির দর্শক তথা দেব ও শুভশ্রীর অনুরাগীদের এক দীর্ঘ অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলা যায়। ছবি মুক্তির আগে বুধবার নৈহাটিতে বড়মার মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে পৌঁছাচ্ছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়। আবার কি এক ফ্রেমে ধরা দেবেন তাঁরা? সকলই মায়ের ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তিনি।

Advertisement

৪ আগস্ট ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে প্রথমবার এই ছবির প্রচারে একসঙ্গে ধরা দেন দেব ও শুভশ্রী। ‘ধূমকেতু’র হিট গানের সঙ্গে হাসিমুখে দু’জন প্রবেশ করেন এদিন মঞ্চে। সৌজন্য বিনিময়, আলাপচারিতায় মেতে উঠলেন তাঁরা দু’জন। নজরুল মঞ্চ তখন কানায় কানায় পূর্ণ স্বপ্নের জুটিকে ফের একবার একসঙ্গে দেখার জন্য। অনুরাগীদের সেই স্বপ্ন পূরণ হল। একইসঙ্গে আরও একবার এদিন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একসঙ্গে কাজ করার ইঙ্গিত জোরালো করেছিলেন ‘প্রাক্তন এই জুটি’। নজরুল মঞ্চের কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে সেদিন উপচে পড়েছে পছন্দের জুটিকে দেখার, ফিরে পাওয়ার উন্মাদনা। আর তাঁরাও ঠিক সেই আগের মতোই এলেন, দেখলেন, জয় করলেন। সময় যেন থমকে দাঁড়িয়ে গেল এদিন নজরুল মঞ্চের প্রেক্ষাগৃহের অন্দরে।

‘ধূমকেতু’ ছবিটি শুধুই একটি ছবি নয়। এই ছবি যেন বাংলা ছবির এক আবেগ। বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের কাছে। কারণ এই জুটির একসঙ্গে এটিই শেষ অভিনীত ছবি। টলিউডের এই জুটির বিচ্ছেদের ঘটনায় মন ভেঙেছিল তাঁদের অনুরাগীদের। এই ছবি যেন তাঁদের ক্ষততে প্রলেপ দেবে। ২০২৪ সালের শেষে মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রীর ছবি ‘সন্তান’ ও ‘খাদান’। প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন দেব ও শুভশ্রী দুজনেরই দুটি ছবি যদি দর্শক দেখেন ও ছবি হিট করান তাহলে অবশ্যই ‘ধূমকেতু’ মুক্তি পাবে। তাহলে কী এবার কথা রাখছেন তিনি? যদিও এসব ভুলে আপামর বাংলা ছবির দর্শক মুখিয়ে রয়েছেন ‘ধূমকেতু’র মুক্তির অপেক্ষায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ